/indian-express-bangla/media/media_files/2025/11/04/india-vs-pakistan-23-2025-11-04-09-46-30.jpg)
ভারত বিশ্বকাপ জয় করলেও পাকিস্তান পয়েন্ট টেবিলের তলানিতে
/indian-express-bangla/media/media_files/2025/11/04/indian-women-cricket-team-14-2025-11-04-09-46-30.jpg)
বিশ্বজয় ভারতের
শেষ হল ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খেতাব জয় করেছে ভারতীয় দল। এহেন সাফল্যের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে কার্যত টাকার পাহাড়ে ঢেকে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/indian-women-cricket-team-13-2025-11-04-09-46-30.jpg)
মোট ৯১ কোটি টাকা
ভারতীয় ক্রিকেট দল মোট ৯১ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। এরমধ্যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসি-র পক্ষ থেকে তারা ৪০ কোটি টাকা পেয়েছে। বাকি ৫১ কোটি টাকা পেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/pakistan-women-cricket-team-1-2025-11-04-09-46-30.jpg)
কত পেল পাকিস্তান?
এখন প্রশ্ন হল, ভারত তো না হয় ৯১ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। কিন্তু, পাকিস্তানের অবস্থা কী? কত কোটি টাকাই বা পেল তারা?
/indian-express-bangla/media/media_files/2025/11/04/pakistan-women-cricket-team-2-2025-11-04-09-46-30.jpg)
জয় অধরা পাকিস্তানের
এবারের বিশ্বকাপে সবথেকে 'খাজা' ছিল পাকিস্তান মহিলা ক্রিকেট দল। তারা প্রত্যেকটা ম্য়াচ কলম্বোতেই খেলেছিল। কিন্তু, একটাও ম্য়াচ তারা জিততে পারেনি। সেকারণেই গ্রুপ পর্বের শেষে তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দাঁড়িয়ে ছিল।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/pakistan-women-cricket-team-3-2025-11-04-09-46-30.jpg)
মাত্র ৪.৭০ কোটি টাকা পেল পাকিস্তান
এমন খারাপ পারফরম্য়ান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক টাকাও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও টুর্নামেন্টের ৮ নম্বর দল হিসেবে ICC-র পক্ষ থেকে কিছুটা টাকা তারা পেয়েছে। পাকিস্তানি মূল্যে এই পরিমাণ ১৪.৯৫ কোটি। তবে যদি ভারতীয় মুদ্রায় হিসেব করা যায়, তাহলে পরিমাণ মাত্র ৪.৭০ কোটি টাকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us