/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-1-2025-11-02-23-08-44.jpg)
Shafali Verma: ব্যাটের পাশাপাশি বলেও সফল শেফালি ভার্মা।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-2-2025-11-02-23-09-00.jpg)
শেফালির দুর্দান্ত প্রত্যাবর্তন
Women's World Cup Final 2025: ভারতের তরুণ ওপেনার শেফালি ভার্মা অবশেষে ফিরলেন নিজের চেনা ছন্দে। মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ বলে অর্ধশতরান করে প্রমাণ করলেন — ক্লাস কখনও হারায় না। টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটি তাঁর ওপর যে আস্থা রেখেছিল, সেই বিশ্বাসের প্রতিদান দিলেন শেফালি। তিন বছর ধরে অর্ধশতরান না পাওয়ার পর এমন বড় মঞ্চে নিজের ছন্দ ফিরে পাওয়া নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-3-2025-11-02-23-10-46.jpg)
শেফালির ব্যাটে ছিল আত্মবিশ্বাস
ফাইনালে ভারতের ইনিংসের শুরুটা ধীরে হলেও শেফালির ব্যাটে ছিল আত্মবিশ্বাস। প্রথম ওভারটি ছিল মেইডেন, কিন্তু দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় রানবন্যা। মারিজান কাপের বিরুদ্ধে চারে চার মেরে শুরুতেই ম্যাচের রং পালটে দেন তিনি। স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেনিং জুটিতে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন শেফালি। এই জুটি শুধু ভারতের ইনিংসকে মজবুত করে তোলেনি, বরং দলকে এক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-4-2025-11-02-23-12-58.jpg)
বিশাল ছক্কায় খুশি ভক্তরা
১৫তম ওভারে দে ক্লার্কের বলে ছয় মেরে অর্ধশতকের পথে এগোতে থাকেন শেফালি। কিছুক্ষণ পর সিঙ্গেল নিয়ে পৌঁছে যান ৫০-এ। ২০২২ সালের জুলাইয়ের পর এটাই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। তবে ভাগ্যও সঙ্গে ছিল — ৫৬ রানে অ্যানেকে বোশের হাতে জীবন পান তিনি। এরপর কিছুটা ধীর হলেও ক্র্যাম্পের মধ্যেও লড়াই চালিয়ে যান। সুনে লুসের বলে বিশাল ছয় হাঁকিয়ে বুঝিয়ে দেন, তিনি ফিরেছেন আগের শেফালি হয়ে।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-5-2025-11-02-23-15-14.jpg)
দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে আউট
শেষ পর্যন্ত ২৮তম ওভারে লুসের হাতেই ধরা পড়েন শেফালি। কিন্তু ততক্ষণে ভারতের ইনিংসকে করে দিয়েছেন শক্ত ভিতের ওপর দাঁড় করানো।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-6-2025-11-02-23-16-36.jpg)
অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন
এই ইনিংস শুধু পরিসংখ্যানে নয়, মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। গত তিন বছরে তিনি অনেক চড়াই–উতরাই দেখেছেন — দলে বাদ পড়া, ফর্ম হারানো, এবং সমালোচনার পাহাড়। কিন্তু বড় মঞ্চেই যে বড় খেলোয়াড়দের পরীক্ষা হয়, সেটাই আবার প্রমাণ করলেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shafali-verma-7-2025-11-02-23-17-34.jpg)
প্রত্যাশা পূরণ
বিশ্লেষকরা বলছেন, 'শেফালির এই ইনিংস ভারতের মহিলা ক্রিকেটের জন্য মোড় ঘোরানো মুহূর্ত।' ভারতের দর্শকরা যতটা শেফালির আগ্রাসী ব্যাটিংয়ের অপেক্ষায় ছিলেন, এই ইনিংস তাঁদের সেই প্রত্যাশা ততটাই পূরণ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us