New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/js-maxwell-wife.jpg)
গ্লেন ম্যাক্সওয়েল: প্রত্যেক ক্রিকেট প্রেমী আজ গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলছেন। ম্যাক্সওয়েল আফগানিস্তানের সাথে (Aus vs AFG) বিশ্বকাপ 2023 ম্যাচে 201 রান করে তার দলকে জয়ের দিকে নিয়ে যান এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন। ম্যাক্সওয়েলের এই ঝড়ো ইনিংসের পর তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীর ছবিও ভাইরাল হচ্ছে।