/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-12-2025-10-30-22-02-02.jpg)
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-2-2025-10-30-22-02-04.jpg)
নয়া ভূমিকায় যুবরাজ
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে এবার নয়া ভূমিকায় দেখা যেতে পারে। ২০১১ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য সিরিজ জয় করেছিলেন যুবি। এবার ২০২৬ আইপিএল টুর্নামেন্টে তাঁকে হেড কোচের ভূমিকায় দেখা যেতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-3-2025-10-30-22-02-04.jpg)
লখনউ সুপার জায়ান্টস
সূত্রের খবর, আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ইতিমধ্যে যুবরাজ সিংয়ের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা সেরে ফেলেছে। কারণ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবার কোনও ভারতীয় ক্রিকেটারকেই দলের কোচ হিসেবে নিয়োগ করতে চান। যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-4-2025-10-30-22-02-04.jpg)
খেতাব জিততে পারেনি লখনউ
২০২২ সালে আইপিএল টুর্নামেন্টে নাম লিখিয়েছিল লখনউ সুপার জায়ান্ট। কিন্তু, এখনও পর্যন্ত তারা একবারও খেতাব জয় করতে পারেনি। আপাতত LSG কোচের পদে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-5-2025-10-30-22-02-03.jpg)
ল্যাঙ্গারের জায়গায় যুবরাজ?
তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টস এবার ল্যাঙ্গারের জায়গায় যুবরাজ সিংকে হেড কোচের পদে বসাতে চান। খুব শীঘ্রই তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-7-2025-10-30-22-02-03.jpg)
পেশাদার কোচিং করাননি
আইপিএল টুর্নামেন্টে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন যুবরাজ সিং। কিন্তু, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি পেশাদার হিসেবে কোচিং করাননি। যদি যুবিকে লখনউ সুপার জায়ান্টের কোচ হিসেবে নিয়োগ করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-8-2025-10-30-22-02-03.jpg)
গড়ে তুলেছেন টিম ইন্ডিয়ার 'রত্ন'
হতে পারে, যুবরাজ সিং এখনও পর্যন্ত কোনও দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। কিন্তু তিনি অভিষেক শর্মা, শুভমান গিল, প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্যর মতো আক্রমণাত্মক ব্য়াটার তৈরি করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-9-2025-10-30-22-02-03.jpg)
হতে পারে ভূয়ো খবর!
তবে এটাই প্রথমবার নয়, যখন যুবরাজ সিংকে হেড কোচ করার খবর সামনে এসেছে। ইতিপূর্বে শোনা গিয়েছিল, গুজরাট টাইটান্সে আশিস নেহরার জায়গায় যুবরাজ সিংকে নেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস দলেও রিকি পন্টিংয়ের জায়গায় তাঁর নাম শোনা গিয়েছিল। কিন্তু, শেষকালে সেই খবর একেবারে ভুয়ো প্রমাণিত হয়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/yuvraj-singh-11-2025-10-30-22-02-02.jpg)
যুবির IPL কেরিয়ার
আইপিএল টুর্নামেন্টে যুবরাজ সিং ৬ ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। পঞ্জাব কিংস, পুণে ওয়ারিয়র্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল টুর্নামেন্টে তিনি ১৩২ ম্য়াচে ২৪.৭৭ গড়ে মোট ২,৭৫০ রান করেছেন। এছাড়া শিকার করেছেন ৩৬ উইকেট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us