/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-16-20-04.jpg)
কৃষভির জন্মদিনে
/indian-express-bangla/media/media_files/2025/11/02/573416431_18404837590190566_4079262885691476984_n-2025-11-02-16-20-57.jpg)
মধ্যরাতে সেলিব্রেশন
একরত্তি তো কী হয়েছে, রাত ১২ টায় কেক কেটে প্রথম জন্মদিন পালন করল কাঞ্চন-শ্রীময়ীর একমাত্র আদুরে কন্যা কৃষভি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সদ্যোজাত মেয়ের বেশ কিছু ছবি শেয়ার করে মা হওয়ার আনন্দ সকলের সঙ্গে আরও একবার ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/573820724_18404837569190566_4528298940569826633_n-2025-11-02-16-20-57.jpg)
মাতৃত্বের বর্ষপূর্তি
মেয়ের জন্মদিনে শ্রীময়ী লিখছেন, 'আজ শুধু আমার মেয়ের জন্মদিনই নয় আমি বলব এটা আমার মাতৃত্বের এক বছরের বার্ষিকীও বটে। এখনও বিশ্বাস করতে পারি না আজকের এই দিনে এক বছর আগে আমি ওকে জন্ম দিয়েছিলাম। ভয়, দুশ্চিন্তা আর আনন্দে ভরা সেই মুহূর্ত, সময় কত দ্রুত কেটে গেল!'
/indian-express-bangla/media/media_files/2025/11/02/574147578_18404837611190566_1596006498761151232_n-2025-11-02-16-20-57.jpg)
বদলে গেল জীবন!
অভিনেত্রীর সংযোজন, 'একটা বাড়ি আর এক জন নারীই জানে একটি সন্তানের আগমন তাদের জীবনে কতটা পরিবর্তন আনে। আগে ভাবতাম আমি একা সময় কী ভাবে কাটাবো। এখন মনে হয় সময় যেন উড়ে যাচ্ছে যদি পারতাম একটু ধরে রাখতে চাইতাম। কৃষভি আসার পর আমাদের জীবন যেন পূর্ণতা পেয়েছে। তার মিষ্টি ডাকে, তার মোহময় দৃষ্টিতে, তার খিলখিল হাসিতে, আলিঙ্গনে আর কান্নায় আমাদের ঘর ভরে গেছে ভালবাসায়। এর কৃতিত্ব আমার বা কাঞ্চনের নয় কারণ প্রতিটি সন্তানই ঈশ্বরের পাঠানো এক বিশেষ দূত।'
/indian-express-bangla/media/media_files/2025/11/02/574064177_1293176832824013_920996619926837326_n-2025-11-02-16-20-57.jpg)
মেয়ের জন্মদিনে মায়ের স্মৃতিতে কাঞ্চন
দেখতে দেখতে জন্মদিনের বর্ষপূর্তি কাঞ্চন কন্যা কৃষভির। মেয়ের প্রথমদিনে আবেগে ভাসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। রাজকন্যার জন্মের মুহূর্ত থেকে ধীরে ধীরে বেড়ে ওঠার বেশ কয়েকটি মুহূর্ত শেয়ার করে আবেগঘন পোস্টে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজকের দিনে মা-কে হারানোর যন্ত্রণা লাঘব হয়েছে। কী ভাবে সেটা সম্ভব হয়েছে মনের সেই কথা সকলের সঙ্গে শেয়ার করলেন কাঞ্চন।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/574577394_1293177002823996_5451693294533016716_n-2025-11-02-16-20-57.jpg)
কৃষভিকে বুকে আগলে
পোস্টের শুরুতেই লিখেছেন, 'শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে কিন্তু গতবছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি।'
/indian-express-bangla/media/media_files/2025/11/02/574575071_1293177599490603_1766253515662722349_n-2025-11-02-16-24-07.jpg)
কাঞ্চনের অনুভূতি
ছোট্ট ছোট্ট পায়ে কৃষভি বড় হচ্ছে। বাবা হিসেবে যেমন ভাল লাগছে ঠিক তেমনই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি লিখছেন, 'নিজের সন্তানকে চোখের সামনে দেখলাম একদিন থেকে কী ভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের। কী ভাবে এক একটা দিন করে বেড়ে উঠল ছোট প্রাণটা এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারব না।'
/indian-express-bangla/media/media_files/2025/11/02/574570805_1293177449490618_3769080310023704955_n-2025-11-02-16-24-38.jpg)
মেয়ের ইচ্ছেপূরণ
সব বাবাই চায় তাঁর মেয়ের প্রতিটি ইচ্ছে পূরণ করতে। সেই প্রসঙ্গে কাঞ্চন লিখছেন, 'আমি চাইব আমরা হয়তো ওঁর সব ইচ্ছে পূরণ করতে পারব না কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করে। আমার ও শ্রীময়ীর ওকে ঘিরে কোনও চাহিদা নেই। ওর ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়ার নেই। শুধু একটাই চাহিদাও যেন মাথা উঁচু করে, মেরুদন্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়। বর্তমান সমাজে দাঁড়িয়ে জীবনের কঠিনতম পরিস্থিতি যেন মোকাবিলা করার ক্ষমতা ঈশ্বর ওকে দেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us