ফোন যতই নিরাপত্তায় মুড়ে রাখুন না কেন, অ্যাপের মাধ্যমে আপনার ফোনে অজান্তেই হানা দিচ্ছে হ্যাকাররা। এমনই কিছু অ্যাপকে চিহ্নিত করেছেন 'চেক পয়েন্ট রিসার্চ'-এর এক বিশেষজ্ঞ টিম। এক সংবাদ সংস্থার রিপোর্টে তারা জানিয়েছে, 'আমরা দেখেছি যে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের কিছু বিপদজনক অ্যাপ এখনও রয়েছে গুগল প্লে স্টোরে। যেমন, ইয়াহু ব্রাউজার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং উইচ্যাট সহ একাধিক জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে সহজে ঢুকে পরা সম্ভব আপনার ফোনের অন্দরমহলে'। ২০১৫ সালের ফেসবুক অ্যাপ ফোনে থাকেল তা এখনই আনইনস্টল করুন। কোনও ভাবে সুরক্ষিত নয় ফেসবুকের এই অ্যাপ। আপনার ফেসবুক অ্যাপ আপডেট চাইলে তা করে ফেলুন দ্রুত।
২০১৫ সালের মেসেঞ্জাও মুছে ফেলুন ফোন থেকে।
২০১৫ সালের SHAREit থাকলে তা একেবারেই ব্যবহার যোগ্য না বলে জানিয়েছে বিশেষজ্ঞ টিম।
Smule ফোনে থাকলে তা সর্বশেষ নতুন আপডেট করে নিন। কারণ পুরনো অবস্থায় অ্যাপটি থাকলে সহজে আপনার ফোনে হানা দিতে পারবে হ্যাকারা।
ছবি তোলার জন্য Retrica ব্যবহার করেন, অজান্তেই তথ্য তুলে দিচ্ছেন হ্যাকারদের হাতে। ২০১৬ সালের Retrica অ্যাপকে তালিকাভুক্ত করেছে বিশেষজ্ঞের দল।
২০১৫ সালের WeChat থাকলে তা এখনই সরিয়ে দিন ফোন থেকে।
২০১৬ সালের VivaVideo এডিটরও ফোনের জন্য ক্ষতিকর।
LiveXLive app , যা প্রায় ৫০,০০০,০০০ ডাউনলোড হয়েছে। যা স্মার্টফোনে রাখা একেবারেই উচিত হবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞের দল।
JOOX Music আনইন্টস্টল করুন।
Yahoo! Transit এটিও ১০,০০০,০০০ ডাউনলোড হয়েছে। স্মার্টফোনে থাকলে তা এখনই আনইনস্টল করুন।
TuneIn দিয়ে রেডিও শুনবেন না। আনইনস্টল করুন এই অ্যাপ। পরামর্শ দিচ্ছেন চেক পয়েন্ট রিসার্চের এক বিশেষজ্ঞ টিম।
Yahoo! Browser ব্রাউজিং দুনিয়ায় ইয়াহুর বাজার শেষ। সেখানে এই অ্যাপ রাখার প্রয়োজনীয়তা একেবারেই নেই। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনে খুব সহজেই আনাগোনা করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Yahoo! MAP app ও মুছে ফেলুন ফোন থেকে।
v
Moto Voice BETA, ১০,০০০,০০০ ডাউনলোড হয়েছে। বিপদজনক অ্যাপের তালিকায় রাখা হয়েছে একে।
২০১৬ সালের AliExpress এখনই আনইনস্টল করুন।
বিপদসীমায় রয়েছে Lazada
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook