New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/airtel-xtream-1-1.jpg)
এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ৩,৯৯৯ টাকার মাসিক প্ল্যান ছাড়া বাকি প্ল্যানগুলিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা দিচ্ছে না। কিন্তু এয়ারটেল ২৯৯ টাকার টপ-আপ ভাউচারের সুবিধা দিচ্ছে। যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সুতরাং উদাহরণস্বরূপ, এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবারের বেসিক প্ল্যানটি প্রতি মাসে ৭৯৯ টাকা, যাতে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল সহ ১০০ এমবিপিএস গতিতে মোট ১৫০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানটিত আনলিমিটেড করার জন্য, ব্যবহারকারীদের ২৯৯ টাকার অতিরিক্ত রিচার্জ করতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের ৭৯৯ টাকা এবং ২৯৯ টাকা দিতে হবে তাহলে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারবেন। সুতরাং বেসিক প্ল্যানে মোট টাকা দিতে হবে ১০৯৮ টাকা। এয়ারটেল থ্যাঙ্কস সুবিধার পাশাপাশি এয়ারটেল এক্সস্ট্রিম পরিষেবাতে এয়ারটেলের ওটিটি ডিজিটাল কন্টেন্ট দেখতে পারবেন। এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবারের বিনোদন প্ল্যানের দাম প্রতি মাসে ৯৯৯ টাকা। এতে ২০০ এমবিপিএস ইন্টারনেট গতির পাশাপাশি আনলিমিটেড লোকাল কল এবং এসটিডি কলিংয়ের সঙ্গে ৩০০ জিবি ডেটা পাওয়া যাবে। যারা এই প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে চান তাদের মোট ১,২৯৮ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এরপরে এয়ারটেলের প্রিমিয়াম ব্রডব্যান্ড প্ল্যানে, মাসিক খরচ ১,৪৯৯ টাকা। ২৯৯ টাকার রিচার্জ করলে প্রিমিয়াম ব্রডব্যান্ডের খরচ গিয়ে দাড়াবে ১৭৯৮ টাকা। এন্টারটেনমেন্ট এবং প্রিমিয়াম প্ল্যানে এয়ারটেল থ্যাঙ্কস অফারে এর মধ্যে রয়েছে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, জি-ফাইভ, পাশাপাশি এয়ারটেল এক্সস্ট্রিম পরিষেবা ব্যবহার করতে পারবেন।