১৫ জানুয়ারি থেকে শুরু প্রি বুকিং। নস্টালজিয়ায় মোরা চেতক এখন বাজারে। বেশ কয়েক মাস আগে বাজাজ কোম্পানি জানিয়েছিল তারা চেতাক তৈরির দিকে মন দিয়েছে। মঙ্গলবার কোম্পানি জানায়, নতুন বছরে প্রথম দু-চাকার গাড়ি লঞ্চ করল বাজাজ। এই গাড়ির গঠন এমন করা হয়েছে যাতে গাড়ি গতি পায়। হাওয়া বাধা হয়ে না দাঁড়ায়।
স্টেইন ক্রোম বেজেল, গাড়ি তৈরির যাবতীয় উপাদন সতর্কভাবে বাছাই করা হয়েছে বলে দাবি কোম্পানির। যার স্পিডোমিটার ডিজিটাল।
LED লাইট রয়েছে, যার লুক ও ডিজাইন আকর্ষণীয়।
সহজে যাতে দৃষ্টি আকর্ষণ করে সেই কারণে হেড ল্যাম্পে রাখা হয়েছে এলইডি লাইট। যার রেঞ্জও ফোকাস উন্নত। তবে এনার্জি কম খরচ হবে তাপ উৎপন্ন কম করবে। সহজে যাতে দৃষ্টি আকর্ষণ করে সেই কারণে হেড ল্যাম্পে রাখা হয়েছে এলইডি লাইট। যার রেঞ্জও ফোকাস উন্নত। তবে এনার্জি কম খরচ হবে তাপ উৎপন্ন কম করবে।
চেতাকের স্টাইল মন কাড়বে বাইক প্রেমীদের। দাবি সংস্থার।
একবারের ফুল চার্জে ৯৫ কিমি দৌড়াতে পারবে চেতাক। ফুল চার্জ হতে সময় নেবে ৫ ঘণ্টা। ২৫ শতাংশ চার্জ হতে সময় নেবে ১ ঘন্টা।
ব্রেকিং সিস্টেম উন্নত।
ব্রেকিং সিস্টেম উন্নত।
রিভার্স গিয়ার রয়েছে।
১৫ জানুয়ারি থেকে আগাম বুকিং করা যাবে। স্কুটারের দাম ১ লাখ টাকা। তিন বছর ও ৫০,০০০ কিমি পর্যন্ত রয়েছে ওয়ারেন্টি।
১৪ বছর পর বাজারে ফিরে এল বাজাজের ‘চেতক’।
স্কুটারে রয়েছে মাল্টি স্পোক অ্যালয় হুইল বেস। আইপি ৬৭-রেটেড লিথিয়াম-আয়ন ব্যাটারির জোরে ছুটবে ‘নিউ লুক’ চেতক। বাড়িতে থাকা পাঁচ এএমপি-এর চার্জিং পয়েন্ট থেকেই স্কুটারের ব্যাটারি চার্জ করা যাবে বলে জানিয়েছে বাজাজ।
মন্দার বাজারে বাজাজ ফিরে পেতে চায় সেই ‘চেতকে’র জনপ্রিয়তা।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন