ডিসেম্বরে মাত্র ১৩ দিন খোলা থাকবে ব্যাঙ্কগুলি
ডিসেম্বর মাসে ৫-১০ দিন নয়, টানা ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠান। এর আগে চলতি নভেম্বর মাসেও ১৩ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে এমাসে মাত্র ১৩ দিন খোলা থাকবে ব্যাঙ্কগুলি। ডিজিটাল পরিষেবা সচল থাকায় দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।
ডিসেম্বর মাসেও ১৭ দিন ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা মিলবে
ডিসেম্বর মাসে টানা ১৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। ডিসেম্বর মাসে ব্যাংকে কোনও কাজ থাকলে এই খবর আগে জেনে রাখুন। কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন। চলতি নভেম্বর মাসেও ১৩ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সচল থাকায় গ্রাহকদের সুবিধা হয়েছে। তাই ডিসেম্বর মাসেও ১৭ দিন ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশাবাদী গ্রাহকরা।
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছুদিন ব্যাংক বন্ধ থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সারা বছরের ব্যাংকের ছুটির তালিকা প্রত্যেক নতুন অর্থবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেয়। তাই ব্যাংকে কোনও কাজ থাকলে তার আগে ব্যাংক বন্ধের দিনগুলো জেনে নিন।
বছরের প্রথম দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৩ রা ডিসেম্বর শুক্রবার রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব(গোয়া) যে কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ ডিসেম্বর মঙ্গলবার রয়েছে পা তোগান উৎসব। যে কারণে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ডিসেম্বর বুধবার রয়েছে উ সোসো থামের মৃত্যুবার্ষিকী(মেঘালয়)। মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
শেষ দিনেও বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৯ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার গোয়া মুক্তি দিবস উপলক্ষে গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে । মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বড়দিনের আগের দিন, ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ ২৫ ডিসেম্বর অর্থাৎ বুধবার বড়দিন উপলক্ষে ভারতজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ক্রিসমাস উদযাপনের কারণে ২৬ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। তার মধ্যে রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়। ২৭ ডিসেম্বর শুক্রবার ক্রিসমাস উদযাপনের কারণে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে । ৩০ ডিসেম্বর সোমবার ইউ কিয়াং নানবাগ উপলক্ষ্যে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মিজোরাম এবং সিকিমে ৩১ শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার নববর্ষের প্রাক্কালে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
ডিসেম্বরে সাপ্তাহিক ছুটির তালিকা
ডিসেম্বরে, সাপ্তাহিক ছুটির কারণে ৫ রবিবার অর্থাৎ ১, ৮, ১৫, ২২, ২৯ ডিসেম্বর ব্যাংকগুলি বন্ধ থাকবে। পাশাপাশি ১৪ এবং ১৮ ডিসেম্বর অর্থাৎ শনিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। উপরোক্ত দিনগুলিতে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং সেবা সারা সময় চালু থাকবে বলে আশা করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য অনেক সুবিধাজনক হবে।
আপনি যদি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাহলে আপনার পক্ষে কাজটা আরও সহজ
আপনার কোনও ব্যাংকিং কাজকর্ম থাকলে, এই দিনগুলো মাথায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ রইল। আপনি যদি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাহলে আপনার পক্ষে কাজটা আরও সহজ হবে এবং আপনি ব্যাঙ্ক ছুটির দিনেও আপনি ব্যাঙ্কিং কাজকর্ম অনলাইন মোডে করতে পারবেন। পাশাপাশি আপনি এটিএম-এ গিয়ে নগদ টাকা তুলতে পারবেন