বিয়ের এই সিজনে ডিএসএলআর ক্যামেরার চাহিদা আকাশছোঁয়া
ফটোগ্রাফি ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুসকিল। অনেকেই আছেন যারা DSLR-এর শখ মেটান স্মার্টফোনেই। কিন্তু DSLR-এ ফটো তোলার মজাটাই আলাদা। বিয়ের এই সিজনে ডিএসএলআর ক্যামেরার চাহিদা আকাশছোঁয়া। পাশাপাশি ভ্রমণে মানুষের সেরা সঙ্গী DSLR!
বিয়ে হোক বা বাড়িতে বিশেষ কোন অনুষ্ঠান অথবা কোথাও ঘুরতে যাওয়ার সময় মানুষের অন্যতম সেরা সঙ্গী DSLR
বিয়ে হোক বা বাড়িতে বিশেষ কোন অনুষ্ঠান অথবা কোথাও ঘুরতে যাওয়ার সময় মানুষের অন্যতম সেরা সঙ্গী DSLR! এই ক্যামেরায় মানুষ সেই সুন্দর মুহূর্তগুলিকে ফ্রেমবন্দী করতে চায়। বাজারে অনেক ব্র্যাণ্ডের দুর্দান্ত DSLR ক্যামেরা পাওয়া গেলেও বর্তনামে একাধিক নামী ব্র্যান্ডের DSLR ক্যামেরায় রয়েছে হাজার হাজার ছাড়। তালিকায় রয়েছে Nikon থেকে Sony ৷
Sony, Nikon এবং Canon-এর মত প্রথম সারির ব্র্যান্ডের DSLR ক্যামেরায় পান বিরাট ছাড়
ই-কমার্স সাইট ফ্লিপকার্ট আপনাকে দিচ্ছে সস্তায় DSLR ক্যামেরা কেনার দারুণ সুযোগ। অফার চলাকালীন আপনি Sony, Nikon এবং Canon-এর মত প্রথম সারির ব্র্যান্ডের DSLR ক্যামেরায় পান বিরাট ছাড়। আপনি চাইলে নো কস্ট ইএমআই অপশনেও কিনে নিতে পারেন নিজের পছন্দের সেরা DSLR ক্যামেরা।
NIKON D7500 DSLR ক্যামেরা
বাজারে NIKON-এর এই DSLR ক্যামেরাটি দারুণ জনপ্রিয়। আপনি এই ক্যামেরাটি ই-কমার্স সাইট Flipkart- থেকে ৭৫,৯৯০ টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি নো কস্ট ইএমআই-তেও কিনতে পারেন NIKON D7500 DSLR ক্যামেরা। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পেয়ে যান অতিরিক্ত ডিসকাউন্ট।
SONY Alpha Mirrorless ক্যামেরা
সনির এই ক্যামেরা বাজারে দারুণ জনপ্রিয়। এই ক্যামেরা পেশাদার ফটো-ভিডিওগ্রাফির জন্য একেবারে পারফেক্ট। SONY Alpha Mirrorless ক্যামেরার আসল দাম ১,৬০,৯৯০ টাকা। কিন্তু Flipkart-এ ডিসকাউন্টের পরে, আপনি এই ক্যামেরাটি কিনতে পারবেন মাত্র মাত্র ৯৫,৯৯০ টাকায়। ই-কমার্স প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে সহজ কিস্তিতে ক্যামেরা কেনার দারুণ সুযোগ।
Panasonic Camera কিনুন জলের দরে
আপনি সাশ্রয়ী মূল্যে প্যানাসনিক DSLR ক্যামেরা কিনতে পারেন। আপনি এই ক্যামেরাটি মাত্র ৪৭,৯৯০ টাকায় Flipkart-এ অর্ডার করতে পারেন। এই ক্যামেরাটি পেশাদার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য দারুণ জনপ্রিয়।