Motorola Moto G8 Plus ডিসপ্লে: ৬.৩০ ইঞ্চি, ১০৮০x২২৮০ প্রসেসর: কোয়ালকম স্ন্যআপড্রাগন ৬৬৫ র্যাম: ৪জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৪০০০mah রিয়ার ক্যামেরা: ৪৮+১৬+৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ২৫ মেগপিক্সেল দাম: ১৩,৯৯৯ Motorola One Vision ডিসপ্লে: ৬.৩০ ইঞ্চি, ১০৮০x২৫২০ প্রসেসর: EXynos9609 র্যাম: ৪জিবি স্টোরেজ : ১২৮ জিবি ব্যাটারি: ৩৫০০mah রিয়ার ক্যামেরা: ৪৮+৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ২৫ মেগপিক্সেল দাম: ১৪,৯৯৯ Oppo A9 ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চি, ১০৮০x২৩৪০ প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি৭০ র্যাম: ৪জিবি স্টোরেজ : ১২৪ জিবি ব্যাটারি: ৪০২০mah রিয়ার ক্যামেরা: ১৬ +২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগপিক্সেল দাম: ১৪,৪৯৬ Realme 5 Pro ডিসপ্লে: ৬.৩০ ইঞ্চি,১০৮০x২৩৪০ পিক্সেল প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২এআইই র্যাম: ৪ জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৪০৩৫ এমএএইচ রিয়ার ক্যামেরা: ৪৮+৮+২+২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল দাম: ১২,৯৯৯ Redmi Note 8 Pro ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চি, ১০৮০x২৩৪০ প্রসেসর: মিডিয়াটেক হেলিও G9OT র্যাম:৬ জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৪৫০০mah রিয়ার ক্যামেরা: ৬৪+৪+২+২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ২০ মেগপিক্সেল দাম: ১৪,৯৯৯ Samsung galaxy M30 ডিসপ্লে: ৬.৪০ ইঞ্চি, ১০৮০x২৩৪০ প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ র্যাম: ৩জিবি স্টোরেজ : ৩২ জিবি ব্যাটারি: ৪০০০mah রিয়ার ক্যামেরা: ৪৮ +৮+৮+২+২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ১৩ মেগপিক্সেল দাম: ১৩,৯৯৯ Vivo U20 ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চি, ১০৮০x২৩৪০ প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ র্যাম: ৪জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৫০০০mah রিয়ার ক্যামেরা: ১৬ +৮+২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগপিক্সেল দাম: ১০,৯৯০ Vivo Z1 Pro ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চি,১০৮০x২৩৪০ পিক্সেল প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ র্যাম: ৬জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৫০০০ এমএএইচ রিয়ার ক্যামেরা: ১৬+৮+২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল দাম: ১২,৯৯০ Xiaomi Mi A3 ডিসপ্লে: ৬.০৮ ইঞ্চি, ৭২০x১৫৬০ প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ র্যাম: ৪জিবি স্টোরেজ : ৬৪ জিবি ব্যাটারি: ৪০৩০mah রিয়ার ক্যামেরা:৪৮+৮+২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগপিক্সেল দাম: ১২,৪৯৯ -
ভারতে লঞ্চ হল Realme X2। ফোনটির ইউএসপি প্রসেসর, ব্যাটারি ও সবশেষে ক্যামেরা। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল দাম। মধ্যবিত্তের জন্য প্রয়োজনীয় ফিচার সহ মিড রেঞ্জের ফোন Realme X2।মূল ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল। বাকি ক্যামেরায় রয়েছে ৮ মগাপিক্সলেরে আল্ট্রাওয়াইড লেন্স, ও ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ ৩২ মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড নাইন পাই-এর ভিত্তিতে কালার অপারেটিং সিস্টেম ৬.১ এ চলবে Realme X2।৬.৪ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। ব্রাইটনেসের বাড়ানো কমানোর জন্য রয়েছে প্রয়োজনীয় ফিচার।Realme X2 ফোনে তোলা ছবি। ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে এই ফোনটি। সুপারফাস্ট চার্জিংএর সঙ্গে থাকছে ৪০০০ mAh এর ব্যাটারি। ফোন আনলক করার জন্য থাকছে ডিসপ্লে ফিঙ্গার প্রিণ্ট সেন্সর।
