/indian-express-bangla/media/media_files/NcjnkgxYIl0nTDLwkLXA.jpg)
সস্তার প্ল্যানে সুনামি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/resizer.jpg)
jio-Airtel-এর ঘুম কেড়ে নিল BSNL
jio-Airtel-এর ঘুম কেড়ে নিল BSNL, ১৬০ দিন আর রিচার্জ করার কোন ঝামেলা নেই। সস্তার এই প্ল্যানে বাজারে তোলপাড় ফেলল।
/indian-express-bangla/media/media_files/2025/03/24/osYGHyX3HrqWu9UmepZF.jpg)
টেলিকম সেক্টরে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানে ফের একবার বাজারে সুনামি তুলল BSNL
বিএসএনএল তার কোটি কোটি গ্রাহকদের একের পর এক সস্তার প্ল্যান নিয়ে এসেছে। এবার আরও এক জমকালো প্ল্যানে ইউজারদের চমকে দিল সরকারি টেলিকম সংস্থা।
/indian-express-bangla/media/media_files/2025/02/17/I8ZLaw9oJSwibCZZNHjU.jpg)
বিএসএনএল-এর একটি প্ল্যানও রয়েছে যেটির মেয়াদ ১৬০ দিন
বিএসএনএল-এর একটি প্ল্যানও রয়েছে যেটির মেয়াদ ১৬০ দিন। পান বিনামূল্যে কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২জিবি ডেটার সুবিধা।
/indian-express-bangla/media/media_files/2024/12/08/duLdJivycs0GUc1Nj9gV.jpg)
এই প্ল্যানে কী কী সুবিধা?
BSNL তাদের পোর্টফোলিওতে 997 টাকার একটি সস্তা রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানে, কোম্পানি তার কোটি কোটি ব্যবহারকারীদের জন্য সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং অফার করছে। বিনামূল্যে কলিংয়ের পাশাপাশি, গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কের জন্য প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাবেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/UJKfaOqdnOpjreNyfcmL.jpg)
প্রচুর ডেটা আনলিমিটেড কল
BSNL-এর এই সবচেয়ে সাশ্রয়ী প্ল্যানে উপলব্ধ ডেটা সুবিধা সম্পর্কে বলতে গেলে, কোম্পানিটি 160 দিনের জন্য মোট 320GB ডেটা দিচ্ছে। আপনি প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2024/11/30/uORDIMpthsomDhh5R3NW.jpg)
কাদের জন্য সেরা এই প্ল্যান?
এই প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্যও সেরা বিকল্প হতে চলেছে যারা কম দামে আরও ডেটা চান। আপনি যদি এই প্ল্যানটি পেতে চান, তাহলে আপনি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং BSNL সেলফ কেয়ার অ্যাপ থেকেও এটি পেতে পারেন।