New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/pleasure-.jpg)
রেট্রো হেডল্যাম্প রয়েছে হিরো প্লেজার প্লাস এফ ওয়ান মডেলে। এটি বিএসসিক্স বিধির অধীনে। ভারতে প্রথম স্কুটার যেটি BS6 এর আওতায়। হেড লাইটের ভিতরের অংশে রয়েছে ক্রোম এনক্লোজার। নতুন ধরনের অ্যানালগ স্পিডোমিটার রয়েছে এই গাড়িতে। মোবাইল চার্জিংর সুবিধা রয়েছে একই সঙ্গে জিনিস পত্র রাখার জন্য ইউটিলিটি বক্স রয়েছে স্কুটারে। ক্রোম থ্রিডি লোগো রয়েছে। ব্রেকিং সিস্টেমকে উন্নত করা হয়েছে। টিউবলেস টায়ার রয়েছে।শক্তিশালী ১১০ সিসির ইঞ্জিন রয়েছে। পিছনের লাইটের লুক স্পোর্টি। ক্রোমিয়ামের ডিজাই গাড়ির পাশেও রয়েছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে নতুন বিএসসিক্স প্লেজার প্লাস স্কুটারে। আরামের জন্য সামান্য বড় রাখা হয়েছে সিট। গাড়ির ভিতরে সিটের নিচে একটি এলইডি বুট লাইট রয়েছে। অন্ধকারে ডিনিস পত্র বের করতে সুবিধা হবে। দাম প্রায় ৫৪০০০ টাকা।