-
হুয়াওয়ের সাব ব্যান্ড অনর ভারতে মধ্যবিত্তদের জ্ন্য লঞ্চ করল কম দামের ফোন Honor 9X। যা গুগল প্লে পরিষেবার সঙ্গে সংযুক্ত। দাম ১৩,৯৯৯ টাকা। সম্প্রতি বাজার চলতি Redmi Note 8 Pro, Realme 5 Pro, এবং Samsung Galaxy M30s সঙ্গে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে।
-
Honor 9X ফোনের ডিজাইন নজরকাড়া। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। ফোন আনলক করার জন্য থাকছে ফিঙ্গাররপ্রিন্ট সেন্সর। ৩.৫ এমএম হেডফোন জ্যাক সঙ্গে টাইপ সি ইউএসবি চার্জিংএর সুবিধা।
-
ফোন কেনার আগে প্রথম নজর থাকে ক্যামেরার স্পেসিফিকেশেনের উপর। ফোন ভালো সেটি জোর গলায় বলতে গেলে প্রথমেই ক্যামেরার কথা উঠে আসে। Honor 9X ফোনটির ক্য়ামেরায় রয়েছে আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে তোলা ছবি যে খুব ঝাঁ চকচকে এমনটা নয়। এ আই ফিচারও উন্নত নয়।
-
তবে কম আলোয় ভালো ছবি তোলা সম্ভব। তবে এতে নয়েজ রয়েছে। নাইট মোডে তোলা ছবির মানও বেশ ভালো। কিন্তু ক্লিক করার পর সেই ছবি প্রসেস হতে বেশ খানিক সময় নিচ্ছে।
-
Honor 9x ফোনে তোলা ছবি
-
প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপ কেমন? কিরিন ৭১০ চিপসেট সঙ্গে ৪/৬ জিবির র্যাম যথেষ্ট কার্যকর। ভারী গেম হোক বা রোজকার কাজ করার সময় ফোন স্লো হওয়ার মত সমস্যা নেই।
-
খুব ভালো স্মার্টফোন বলতে যা বোঝায় তা নয় Honor 9X। কারণ পুরোনো প্রসেসর, ফাস্ট চার্জিং নেই, ডিজাইনও আহামরি নয়, ক্যামেরার মানও উন্নত নয়। তবে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে মধ্যবিত্তদের জন্য যথাযথ।
-
Honor 9x ফোনে তোলা ছবি
-
Honor 9x ফোনে নাইট মোডে তোলা ছবি
-
পপ্-আপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেলফি তোলার সময় এক ক্লিকেই উঠে আসে ক্যামেরা।
-
তবে পপ্-আপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেলফি তোলার সময় এক ক্লিকেই উঠে আসে ক্যামেরা। কোনো সমস্যা নেই এই স্পেসিফিকেশেনে। ওই পপ্ আপ ক্যামেরায় যে ছবি উঠছে তা ইউজারদের নজর কাড়বে।
