Tech-পুর Photos কী ভাবে করোনাকে নজরে রাখে 'আরোগ্য সেতু' অ্যাপ? Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 08 Apr 2020 19:00 IST Follow Us New Update অ্যাপ ইনস্টল করে নিজের ভাষা নির্বাচন করতে হবে। এর পর রেজিষ্টার অপশনে ক্লিক করতে হবে।আপনি যদি কোভড-১৯ এ আক্রান্ত হন তাহলে, আপনার থেকে ককীভাবে আরও একাধিক মানুষের মধ্যে সংক্রণিত হতে পারে সে বিষয়ে আপনাকে সতর্ক করে দেওয়া হবে। অ্যাপটি সরকারের নির্দেশিকা মেনে আপনার ফোনের লোকেশন ও ব্লুটুথ ব্যবহর করবে। এরপর লোকেশন ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হবে। এরপর ব্লুটুথ ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হবে। অনুমতি দেওয়ার পর ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর OTP দিয়ে লগইন করতে হবে।এর পর এই অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন তথ্য। আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনার নাম, পরিচয়, লিঙ্গ, কোথাও গিয়েছিলেন কিনা, শারিরীক কোনো সংস্যা আছে কিনা ইত্যাদি। এই উত্তরের উপর নির্ভর করে কী করতে হবে তার পরামর্শ দেবে অ্যাপ। রেজস্ট্রেশন হয়ে গেলে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ আপনাকে কোরেন্টাইনে থাকা বা করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান দেবে। coronavirus corona Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন