/indian-express-bangla/media/media_files/2025/08/30/jio-frames-2025-08-30-14-58-54.jpg)
৩০০ জিবি ডেটার সঙ্গে পেয়ে যান Netflix, Prime Video ফ্রি সাবস্ক্রিপশন।
আপনি কি প্রচুর ডেটা ব্যবহার করেন? পাশাপাশি Netflix ও Prime Video উপভোগ করতে চান, আপনার জন্য রিলায়েন্স এনেছে দুটি আকর্ষণীয় পোস্টপেড প্ল্যান। এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে ৭৪৯ টাকা এবং ১,৫৪৯ টাকা। উভয় প্ল্যানেই মিলছে আনলিমিটেড কলিং, প্রচুর ডেটা এবং একাধিক ওটিটি সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে।
প্রথমে আসা যাক ৭৪৯ টাকার প্ল্যানের সম্পর্কে। এটি একটি ফ্যামিলি পোস্টপেড প্ল্যান, যেখানে ব্যবহারকারীরা পাবেন ১০০ জিবি হাই-স্পিড ডেটা। এই প্ল্যানে মূল সিমের সঙ্গে আরও তিনটি অতিরিক্ত সিম নেওয়ার সুযোগ রয়েছে। আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন Netflix এবং Amazon Prime Video Lite-এর ফ্রি অ্যাক্সেস। এছাড়া JioCinema (Hotstar)-এর সাবস্ক্রিপশনও এই প্ল্যানে রয়েছে। অতিরিক্ত সুবিধা হিসেবে, জিও হোম সার্ভিসের জন্য দু’মাসের ফ্রি ট্রায়াল এবং Google Gemini Pro Plan-এর ১৮ মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশনও।
অন্যদিকে, ১,৫৪৯ টাকার প্রিমিয়াম পোস্টপেড প্ল্যানে রয়েছে আরও অধিক সুবিধা। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০০ জিবি ডেটা, সঙ্গে ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধা। প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং তো আছেই। এই প্ল্যানে ব্যবহারকারীরা Netflix Mobile, Amazon Prime Lite, এবং JioCinema (Hotstar)-এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এছাড়াও, রয়েছে জিয়ো হোম সার্ভিসের দু’মাসের ফ্রি ট্রায়াল এবং গুগল জেমিনি প্রো প্ল্যানের ১৮ মাসের ফ্রি সাবস্ক্রিপশন।
টেলিকম বিশেষজ্ঞদের মতে, এই দুটি প্ল্যান রিলায়েন্স জিওর প্রিমিয়াম ইউজার বেসকে আরও শক্তিশালী করবে, কারণ এতে ডেটা, ওটিটি কনটেন্ট এবং স্মার্ট হোম সার্ভিস — সবই একই সঙ্গে পাচ্ছেন ইউজাররা।
আরও পড়ুন- ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে
ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র
আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত!
৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us