New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/lunar-eclipse.jpg)
শুক্রবারের রাতেই দেখতে পারবেন চন্দ্রগ্রহণ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে এই চন্দ্রগ্রহণ বাকি চন্দ্রগ্রহণের থেকে অনেকটাই আলাদা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা কেন আলাদা? সেই প্রশ্নে মহাকাশ বিজ্ঞনীরা জানিয়েছেন, চাঁদের উপছায়ার মধ্যে পৃথিবী থাকবে। যার ফলে চন্দ্রগ্রহণ সেভাবে খালি চোখে বোঝা যাবে না। ঠিক কখন এবং কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ? শুক্রবার রাত ১০টা ৩৭ নাগাদ শুরু হবে চন্দ্রগ্রহণ ৷ শেষ হবে ১১ জানুয়ারি, শনিবার রাত ২টো ৪২ মিনিটে ৷ মোট ৪ ঘণ্টা ০৫ মিনিটের জন্য থাকবে চন্দ্রগ্রহণ। এরমধ্যে মধ্যরাত ১২টা ৪০-এ সবচেয়ে বেশি সময়ের জন্য চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত-সহ এশিয়ার দেশগুলি থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকার দেশগুলি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের দেশগুলি থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে খালি চোখে চাঁদের উজ্জ্বলতার যা থাকবে তাই দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ