New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Moto-G8-Plus-review-1.jpg)
Moto G8 Plus দাম ১৩,৯৯৯ টাকা। এই মুহূর্তে ভারতের বাজারে সবচেয়ে পকেট ফ্রন্ডলি ফোন। তবে ডিসপ্লে চলতি ফোনের মত নয়। কসমিক ব্লু ও ক্রিস্টাল পিঙ্কের রঙে ফোনটি দেখতে খুবই সুন্দর।
Moto G8 Plus দাম ১৩,৯৯৯ টাকা। এই মুহূর্তে ভারতের বাজারে সবচেয়ে পকেট ফ্রন্ডলি ফোন। তবে ডিসপ্লে চলতি ফোনের মত নয়। কসমিক ব্লু ও ক্রিস্টাল পিঙ্কের রঙে ফোনটি দেখতে খুবই সুন্দর। ডিসপ্লে বেশ ভালো। উজ্জ্বল ঝকঝকে স্ক্রিন পেয়ে যাবেন মাত্র ১৩,৯৯৯ টাকায়। বাইরে সূর্যের আলোতেও দিব্যি কাজ চালিয়ে নিতে পারবেন। ডলবি টিউনড স্টেরিও স্পিকার রয়েছে ফোনে। নয়েজ ক্লিয়ারেন্স সাউন্ড সিস্টেম থাকছে ফোনে। ফলে গান শুনে সিনেমা দেখতে বেশ ভালো লাগবে এই ফোনে। ট্রাফিক জ্যামে দাড়িয়ে স্পষ্ট ভাবে ফোনে থাকা মানুষটি কণ্ঠ শুনতে পারবেন। ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল সেন্সর। এছাড়া রয়েছে ৫ ও ১৬ মেগাপিক্সেলের ডেপথ এবং অ্যাকশন ক্যামেরা। যা দিয়ে দুর্ধর্ষ ও নিঁখুত ডিটেলিং এর সঙ্গে ছবি তোলা যাবে। Moto G8 Plus ক্যামেরায় তোলা সাধারণ ছবি Moto G8 Plus ক্যামেরায় তোলা সাধারণ ছবি নর্মাল মোডে Moto G8 Plus ক্যামেরায় তোলা ছবি Moto G8 Plus ক্যামেরায় তোলা সাধারণ ছবি তবে এই ফোনের ক্যামেরায় এক্সপোজার ভালো নয়। অতিরিক্ত আলোয় ছবির মান খারাপ হয়ে যাবে। ফোনের ক্যামেরাতে তোলা ছবিতে রঙের বদল হয়না। নাইট ভিশনে ছবির মান বেশ ভালো। রাতেও নিঁখুত ছবি তোলা যাচ্ছে এই ফোনে। সেলফি ক্যামেরায় পোট্রেট মোডে তোলা ছবির মান খুবই ভালো, তবে কম আলোয় নয়। ৪০০০ mAh ব্যাটারি ব্যাকআপে গোটা দিন কেটে যাবে।