Tech-পুর Photos বাজারে নতুন বিএসসিক্স বাইক আনল রয়্যাল এনফিল্ড Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 22 Jan 2020 20:24 IST Follow Us New Update বাইক প্রেমীদের জন্য সুখবর। বাজারে এল রয়্যাল এনফিল্ড হিমালয়ান। BS6 দূষণ বিধি মেনেই ভারতে লঞ্চ হল এই নতুন বাইক।দাম ১ লক্ষ ৮৬ হাজার ৮১১ টাকা। এই বাইকে রয়েছে গুচ্ছের নতুন ফিচার। সুইচ দিয়ে অপারেট করা যাবে এবিএস। নতুন হিমালয়ানে পিছনের চাকা থেকে এবিএস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। হোমলগটেড অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার সঙ্গে ক্রস ব্রেক রয়েছে বাইকে। ফলে বাইক চালানো সহজ হবে। ২৬ লিটারের অ্যালুমিনিয়াম প্যানিয়ার্স স্ট্রোরেজ ট্যাঙ্ক।একই সঙ্গে দীর্ঘ ইঞ্জিন গার্ড যা সুরক্ষা দেবে চালকে। ব্রেকিং সিস্টেম উন্নত। যার ফলে কম দুরত্বের মধ্যেই ব্রেক দিলেই গাড়ি দাড়িয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টে বাইক হিসেবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান যথাযথ। একগুচ্ছ নতুন ফিচারের সঙ্গে এই বাইক রাইডারদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।এছাড়াও ট্যুরিং সিট রয়েছে। যা দুরপাল্লার যাতায়াতে অতিরিক্ত আরাম দেবে বলে মনে করছেন এই বাইক নির্মাণ সংস্থা। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে পরিবর্তন রয়েছে। সাদা ব্যাক লাইট রয়েছে। বাইকের সঙ্গে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। kolkata Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন