/indian-express-bangla/media/media_files/2024/12/04/Ud7Sz6j7ObUNYvMv9tgn.jpg)
জিও নিয়ে এল সবচেয়ে সস্তার ৩ মাসের প্ল্যান
/indian-express-bangla/media/media_files/2024/11/27/qCpK8FR3tXzcxboEEnBc.jpg)
গত জুলাইয়ে রিচার্জের দাম বাড়ার পরেও জিও-র এমন বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা অনায়াসেই টেক্কা দিতে পারে বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাকে
জিও নিয়ে এল সবচেয়ে সস্তার ৩ মাসের প্ল্যান। গত জুলাইয়ে রিচার্জের দাম বাড়ার পরেও জিও-র এমন বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা অনায়াসেই টেক্কা দিতে পারে বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থার প্ল্যানকে।
/indian-express-bangla/media/media_files/2024/11/27/LudK36kGeLvBG7gSecRz.jpg)
৮৪ দিনের দীর্ঘ ভ্যালিডিটি
জিও তার পোর্টফোলিওতে এরকমই একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যে প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৮৪ দিনের দীর্ঘ ভ্যালিডিটি। পাশাপাশি কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা।
/indian-express-bangla/media/media_files/2024/11/23/pTsetEhGpIFCksDPT6EN.jpg)
রিলায়েন্স জিও দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা
রিলায়েন্স জিও দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। প্রায় ৪৯ কোটি গ্রাহক রয়েছে জিও-র। সম্প্রতি Jio রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। কিন্তু তারপরও জিও তার তালিকায় এমন বেশ কিছু প্ল্যান নিয়ে এসেছে যেগুলি গ্রাহকদের দীর্ঘ মেয়াদের সঙ্গে দেয় অধিক ডেটা, বিনামূল্যে কলিংয়ের সুবিধা। এরকম একটি প্ল্যানের বৈধতা ৮৪ দিন। কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটা অফার করে।
/indian-express-bangla/media/media_files/2024/11/23/gGbsnav2j9dNrfoKGQd6.jpg)
Reliance Jio-এর এই প্ল্যানের দাম ৪৭৯ টাকা
Reliance Jio-এর এই প্ল্যানের দাম ৪৭৯ টাকা। যার বৈধতা ৮৪ দিন।এত কম দামে দীর্ঘ মেয়াদী এই রিচার্জ প্ল্যান বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং পাওয়া যায়। এছাড়াও 1000টি ফ্রি এসএমএস দেওয়া হয় এই রিচার্জ প্ল্যানে।
/indian-express-bangla/media/media_files/2024/11/27/1SwYwMO6xLS0aKbO6gCi.jpg)
যারা শুধুমাত্র কল করার জন্য একটি প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা
আপনি এই প্ল্যানে মোট 6GB ডেটা পাবেন। যদি আপনার অধিক ডেটার প্রয়োজন হয় তবে আপনি টপ আপ রিচার্জ করতে পারেন। যারা ডেটা চান না এবং শুধুমাত্র কল করার জন্য একটি প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/88YZ6FCigoL3FVSk1EdM.jpg)
এই প্ল্যানে Jio TV, JioCinema এবং Jio ক্লাউডের সুবিধাও মিলবে
এই প্ল্যানে Jio TV, JioCinema এবং Jio ক্লাউডের সুবিধা রয়েছে। আমরা আপনাকে বলি, 6GB ডেটা শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পীড 64Kbps- নেমে আসে।