ফোন চুরি হয়ে গিয়েছে? বা আপনার ফোন থেকে সিম খুলে নিয়ে কেউ অন্য ফোনে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে? চিন্তার বিষয়! কিন্তু এই বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন অতি সহজে।
যে কাজ আপনার প্রথমে করা উচিত, ফোন চুরি হলে লক করুন আপনার সিম কার্ড। নেটওয়ার্ক প্রোভাইডারকে ফোন করতে পারেন অথবা ১৯৮ অভিযোগ জানাতে পারেন।
নতুন সিম কার্ডের জন্য আবেদন করুন। নতুন ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শুধুমাত্র একটি ডিভাসেই লগ ইন করা যাবে।
এছাড়া ইমেল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। যেখানে ডিঅ্যাক্টিভেটেড মাই অ্যাকাউন্ট অপশনে রয়েছে। যেখানে আপনার ফোন নম্বর নথিভুক্ত করতে হবে। মনে রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হবে না। কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভিটেড হয়ে যাবে।
আরও নিরাপদে থাকার জন্য, হোয়াটসঅ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশন সক্রিয় করতে ভুলবেন না। এছাড়াও, আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টু-স্টেপ অথেন্টিকেশন সক্ষম করতে হবে যাতে আপনার সিম কার্ডের সঙ্গে আপস করা হলেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কোনও পাসকোড ছাড়া অন্য কোনও ফোনে লগ ইন করতে না পারে।