New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/WhatsApp-Image-2020-04-07-at-19.55.25.jpeg)
৭ এপ্রিল মহাজাগতিক রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী থাকল ভারতবাসী।
মঙ্গলবার বছরের সবচেয়ে বৃহদাকার চাঁদ দেখা গেল। এতে গোলাপি পূর্ণিমা বলা হয়। তবে গোলাপী রঙ হয়না চাঁদের। কিন্তু উজ্জ্বল দেখায়। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ছবিতে। ৭ এপ্রিল মহাজাগতিক রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী থাকল ভারতবাসী। চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে, মঙ্গলবার নির্দিষ্ট একটি স্থানে, একেবারে পৃথিবীর কাছে এসে পৌঁছেছে। timanddate.com এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গোলাপি মুন নামটি গোলাপি ফুল থেকে এসেছে যা উত্তর আমেরিকার বসন্তে প্রস্ফুটিত হয়। ওয়াইল্ড গ্রাউন্ড ফিলক্স বা মস ফুল এপ্রিলের পূর্ণিমার সময় গোলাপি কম্বলের মতো গোটা একটি এলাকাকে ঢেকে রাখে।