POCO X2 ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের IMX686 প্রাইমারি লেন্স। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনে ৯৬০ এফপিএসে স্লো- মো তুলতে পারবেন। রয়েছে VLOG মোডও। ছবি তোলার পর 'র' ইমেজ স্টোর হবে।
POCO X2 ফোনে ৬.৬৭ ইঞ্চি FHD+ স্ক্রিন রয়েছে। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য ক্রনিং গ্লোরিলা গ্লাস ৫ রয়েছে। ফোনের সামনে ২০+২ মেগাপিক্সেল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
POCO X2 ফোন রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। সঙ্গে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ২৭ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এই ফোনে।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন