শাওমি কোম্পানীর রেডমি সিরিজ মন কেড়েছে গ্রাহকদের। অত্যাধুনিক ফিচারে গতবছর রেডমি নোট ফোর বাজারমাত করেছিল স্মার্টফোন দুনিয়ায়। একইভাবে এবছরও শাওমির নতুন ফোন রেডমি নোট ফাইভ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু দুটি ফোনের মধ্যে পার্থক্য কি? তা জানতে দেখে নিন নিচের এই ভিডিটি।