New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-12.jpg)
Redmi Note 8 সম্প্রতি কমদামি স্মার্টফোনের বাজারে এককথায় দুর্দান্ত। বাজেট ফ্রেন্ডলি তো বটেই সঙ্গে রয়েছে নজর কাড়া লুকস্, ভালো কার্যক্ষমতা, ভালো মানের ছবি তোলা ও লাজবাব ব্যাটারি ব্যাকআপ। দাম মাত্র ৯,৯৯৯ টাকা। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-1.jpg)
রেডমি নোট সেভেনের উত্তরসুরি এই ফোন। ৪জিবি/৬৪ জিবি ও ৬ জিবি /১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাবেন Redmi Note 8 মডেল। এর সঙ্গে প্রসেসরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও অ্যান্ড্রেনো ৬১০ জিপিইউ। ব্রাউজিং, সোশাল মিডিয়া, একাধিক অ্যাপ ব্যবহার , কলিং করতে করতে মেল বা হোয়াটসঅ্যাপ করুন। মাঝপথে থমকে যাবে না ফোনটি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। কোম্পনার তরফ থেকে জদানানো হয়েছে নভেম্বর ১৩ থেকে ২০ তারিখের মধ্যে আপডেট নেবে সফটওয়ার। যার ফলে ডার্ক মোড সহ একাধিক ফিচার পাওয়া যাবে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-3.jpg)
৬.৩ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন সঙ্গে নেই AMOLED ডিসপ্লে। কারণ এতে ফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতেও ফোনের ডিসপ্লের মান বেশ ভালো। নিঁখুত ডিসপ্লে বলেতে যা বোঝায় তা পাবেন Redmi Note 8 ফোনে। কিন্তু সূর্যের আলোয় ফোনের স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-4.jpg)
Redmi Note 8 review: Camera Redmi Note 8 এ রয়েছে কোয়াড কোর ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের লেন্স যাতে রয়েছে সুপার পিক্সেল টেকনোলজি, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ও ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এত কমদামে দুর্ধর্ষ ফ্রন্ট ক্যামেরা। নিঁখুত ছবি তোলা সম্ভব এই ফোনে। তবে AI মোড অন করলে ছবির আসল মান থাকছে না। তবে ল্যান্ডস্কেপ শটের ক্ষেত্রে নিঁখুত ছবি তোলা যাচ্ছে না এই ফোনে। ক্লোজ আপ শটে দুর্দান্ত মানের ছবি তোলা সম্ভব হচ্ছে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-1.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা সাধারণ একটি ছবি /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-2.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা সাধারণ একটি ছবি /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-3.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা সাধারণ একটি ছবি /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-4.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা সাধারণ একটি ছবি /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-5.jpg)
Redmi Note 8 ক্যামেরায় ৫ সেন্টিমিটার দূর থেকে তোলা ছবির মান অতুলনীয়। এই দামের ফোনে এই ফিচার বাজার চলতি অন্য কোনো ফোনে নেই। বাম দিকে বাঁশের ছবি , ডান দিকে, ছবি তোলার পর, ওই একই ছবির মাঝের অংশ জুম করে দেখানো হয়েছে। । /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-6.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা সাধারণ একটি ছবি /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-7.jpg)
উপরেরে ছবিটিকে জুম করে দেখানো হয়েছে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-8.jpg)
ক্যামেরার মান বোঝাতে Redmi Note 8 ক্যামেরায় তোলা একটি ছবিকে দুভাবে দেখানো হয়েছে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-9.jpg)
ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে প্রাইমারি লেন্সের খুব একটা তফাৎ বোঝা যাচ্ছে না। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ছবির মান ভালো নয়। নয়েড চোখে পড়ছে। জুম না করলে এক্সপোজারও ভালো নয়। বোকে মোড বস্তুকে ব্লার করার জন্য অপশন দেবে আপনাকে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-10.jpg)
বাম দিকেরটা নর্মাল মোড ও ডান দিকেরটি নাইট মোড অন করে তোলা ছবি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-camera-11.jpg)
Redmi Note 8 camera: এই ফোনে তোলা বাম দিকেরটি সাধারণ ছবি, ডান দিকেরটি 2x জুম করা /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-2.jpg)
Redmi Note 8 সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কম আলোতেও ফ্রন্ট ক্যামেরায় দুর্ধর্ষ নিঁখুত ছবি তোলা সম্ভব হচ্ছে। এর আগে রেডমিতে এতভালো ফ্রন্ট ক্যামেরা দেখা যায়নি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/redmi-note-8-5.jpg)
ব্যাটারি রয়েছে ৪০০০ mAh। দিনে ১ থেকে ২ ঘণ্টা সোশাল মিডিয়া, ৩ থেকে ৪ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং ও আট থেকে নয় ঘণ্টা হোয়াটসঅ্যাপ করলে গোটা দিন চার্জ থকবে আপনার ফোনে। ২০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নিচ্ছে এক ঘন্টা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us