স্যামসাং ভারতে গ্যালাক্সি A8 + (২০১৮) লঞ্চ করেছে। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে, এছাড়াও গ্যালাক্সি s8 এবং note 8 ডিভাইসেও ছিল একইরকম ডিসপ্লে । Bixby এবং মুখের স্বীকৃতি-ভিত্তিক আনলকিংয়ের মংত ফিচার রয়েছে, এই ফোনটি সম্প্রতি বাজার চলতি honor view 10, OnePlus 5T এবং Xiaomi এর Mi এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ফোনটির দাম হবে ৩২.৯৯০ টাকা। অ্যামাজনে পাওয়া যাবে গ্যালাক্সি A8 + (২০১৮)।
একটি ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ এমপি + ৮ এমপির দুটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্রন্ট ক্যামেরা সেন্সর সঙ্গে রয়েছে পোর্ট্রেট মোড, লাইভ ফোকাস, বোকে মোড । স্যামসাং এর সামনে ক্যামেরা দিয়ে স্টাইল স্টিকার সঙ্গে ছবি তোলা যাবে। রিয়ার ক্যামেরার লেন্সে f / ১.৭ এবং সামনে ক্যামেরাগুলি f / ১.৯ অ্যাপারচারে ছবি তোলা যাবে।
স্যামসং গ্যালাক্সি A8 + (২০১৮) পিছনে- মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনটিতে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৬ জিবি র্যাম রয়েছে। ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এক্সটারনাল স্টোরেজ । ফোনটিতে একটি টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে, ব্লুটুথ 4.0, ওয়াই-ফাই এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে।
অ্যান্ড্রয়েড ৭.১.১ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।অক্টা-কোর প্রসেসর ২.২ গিগাহার্জ গতিতে চালিত ফোনটিতে পাওয়া যাবে আরও একাধিক ফিচার।
৬ ইঞ্চির FHD + সুপার AMOLED ইনফিনিটি সঙ্গে প্রদর্শন হবে ডিসপ্লে। বাঁকা ডিসপ্লে নকশা সঙ্গে পাওয়া যাবে একটি ধাতু ফ্রেমের আউটলুক। বরাবর আসে।