OnePlus থেকে Redmi মাত্র ২০ হাজার বাজেটে আপনি পেয়ে যান দুর্দান্ত ফিচারের দারুণ স্মার্টফোন।
ভারতের বাজারে 5G স্মার্টফোনের চাহিদা দিনে দিনে বাড়ছে। বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা সংস্থা কম দামে আরও দারুণ ফিচার সমেত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। বছরের শেষে আপনিও যদি নিজের জন্য ২০ হাজার রেঞ্জে নতুন একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য হতে চলেছে দারুণ কার্যকর। OnePlus থেকে Redmi মাত্র ২০ হাজার বাজেটে আপনি পেয়ে যান দুর্দান্ত ফিচারের দারুণ স্মার্টফোন।
Redmi Note 13 Pro 5G তে রয়েছে 200-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
Redmi Note 13 Pro 5G: এই স্মার্টফোনটিতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। Redmi Note 13 Pro 5G তে রয়েছে 200-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 5100mAh শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা। স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর এবং Android 13 অপারেটিং সিস্টেমে সহ Redmi -এর এই স্মার্টফোনের দাম ১৮,২২৫টাকা।
OnePlus Nord CE4 Lite 5G তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ
OnePlus Nord CE4 Lite 5G: OnePlus-এর এই স্মার্টফোনটিতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। OnePlus Nord CE4 Lite 5G তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। 5500mAh শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা। এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে যাতে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। দাম মাত্র ১৮,১৯০ টাকা।
Realme Narzo 70 Pro-এর দাম ১৭,৬১৩ টাকা
Realme Narzo 70 Pro: স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ এই ফোনে রয়েছে অক্টা কোর প্রসেসর এবং 50MP প্রাইমারি ক্যামেরা। 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। Realme Narzo 70 Pro-এর দাম ১৭,৬১৩ টাকা।
গেমিং স্মার্টফোনের জন্য দুর্দান্ত iQOO Z9
iQOO Z9: গেমিং স্মার্টফোনের জন্য দুর্দান্ত iQOO Z9 ফোনে রয়েছে ডাইমেনসিটি 7200 প্রসেসর এবং 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5000mAh ব্যাটারি এবং 44W ফ্ল্যাশ চার্জিং সুবিধাসহ এই স্মার্টফোনের দাম ১৭,৯৮৬ টাকা।