বৃহস্পতিবার কলকাতা থেকে দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় সম্পূর্ণ গ্রহণ দেখতে পারেনি কলকাতাবাসী। টানা ৩ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী ছিল গ্রহণ। আংশিকভাবে ২৬ ডিসেম্বর কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, থেকেও দেখা গেছে গ্রহণ। ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারে’র (পিএসি) অধিকর্তা সঞ্জীব সেন বলেন, "দিনের শুরুতে সূর্য ওঠার পর প্রথমে কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু থেকে দেখা গিয়েছে। এই গ্রহণে চাঁদ ৯৩ শতাংশ ঢেকে দিয়েছে সূর্যকে। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছে, প্রায় ৪৫ শতাংশ আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে কলকাতা থেকে।
সকাল নটার পর থেকে দশটার আগে পর্যন্ত দেখা গিয়েছে সূর্যগ্রহণ
‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারে’র (পিএসি) অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, “যতক্ষণ রোদ সরে ছিল ততক্ষণ স্পষ্ট দেখা গিয়েছে। যার ছবিও সংগ্রহ করা হয়েছে। প্রোজেকশনের মাধ্যমে দুটি টেলিস্কোপ সেট করা হয়েছিল এখানে। টেলিস্কোপের সাহায্যে সাদা পর্দায় গ্রহণের ছবিটি নেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে মেঘের কারণে গ্রহণ আড়াল হয়ে যায়। সাধারণ মানুষকে এবছর আমরা সূর্যগ্রহণ দেখার জন্য আমন্ত্রণ জানায়নি। কারণ আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল বৃহস্পতিবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার আকাশ মেঘলা থাকবে”।
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারে ক্যামেরা বন্দী করা হয়েছে গ্রহণের ছবি