অপো ঘোষণা করেছে নতুন রেঞ্জের ফোনের সঙ্গে আনুষাঙ্গিক একাধিক গ্যাজেট লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ১০,০০০ mAh পাওয়ার ব্ ব্যাঙ্ক, এয়ারফোন , পাওয়ার অ্যাডাপ্টার সহ আরও নানা ধরনের গ্যাজেট। Vivo Y19 ফোন লঞ্চ হবে এবছর। যাতে থাকছে ট্রিপিল রিয়ার ক্যামেরা ।
Oppo VOOC Power Bank, Power Adapter, USB Cable
অপোর ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্কের দাম ১,৪,৯৯ টাকা। যাতে রয়েছে ২০W টু ওয়ে ফ্ল্যাশ টার্জ টেকনোলজি।
অপোর পাওয়ার অ্যাডাপটারের দাম ৬৯৯ টাকা। এই অ্যাডপটার আপনার স্মার্টফোনকে রক্ষা করবে। এতে রয়েছে USB Type-C কেবল যার মাধ্যমে ৪৮০ Mbps ট্রান্সমিশন হবে।
Oppo earphones: মঙ্গলবারই লঞ্চ হবে এয়ারফোন। যার দাম ৩৯৯। ও ফ্রেস স্টেরিও এয়ারফোনের দাম ৮৯৯ টাকা। যাতে রয়েছে উন্নত মানের টেকনোলজি।
Vivo Y19, ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার দাম ১৩,৯৯০ টাকা। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে ফোনে। ম্যাগনেটিক ব্ল্যাক এবং স্প্রিং হোয়াইট কলরস এবং ৫ শতাংশ ক্যাশব্যাক রয়েছে যদি HDFC এবং ICICI Bank cards ব্যবহার করেন।
৬.৩৫ ইঞ্চির FHD+ Halo FullView ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও রয়েছে ১৯.৫:৯। হেলিও P65 প্রসেসরেরে চলবে েই ফোন।
VingaJoy SP-6640 Maxx Sound wireless speakers
ভিঙ্গাজজয় লঞ্চ করছে এই স্পিকার । যার দাম ৯৯৯ টাকা।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন