New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/tech.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/xoppo-vooc-flash-charge-power-bank-.jpg)
অপো ঘোষণা করেছে নতুন রেঞ্জের ফোনের সঙ্গে আনুষাঙ্গিক একাধিক গ্যাজেট লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ১০,০০০ mAh পাওয়ার ব্ ব্যাঙ্ক, এয়ারফোন , পাওয়ার অ্যাডাপ্টার সহ আরও নানা ধরনের গ্যাজেট। Vivo Y19 ফোন লঞ্চ হবে এবছর। যাতে থাকছে ট্রিপিল রিয়ার ক্যামেরা । Oppo VOOC Power Bank, Power Adapter, USB Cable অপোর ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্কের দাম ১,৪,৯৯ টাকা। যাতে রয়েছে ২০W টু ওয়ে ফ্ল্যাশ টার্জ টেকনোলজি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/oppo-adapter.jpg)
অপোর পাওয়ার অ্যাডাপটারের দাম ৬৯৯ টাকা। এই অ্যাডপটার আপনার স্মার্টফোনকে রক্ষা করবে। এতে রয়েছে USB Type-C কেবল যার মাধ্যমে ৪৮০ Mbps ট্রান্সমিশন হবে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/OPPO-airphone.jpg)
Oppo earphones: মঙ্গলবারই লঞ্চ হবে এয়ারফোন। যার দাম ৩৯৯। ও ফ্রেস স্টেরিও এয়ারফোনের দাম ৮৯৯ টাকা। যাতে রয়েছে উন্নত মানের টেকনোলজি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/vivo-y19.jpg)
Vivo Y19, ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার দাম ১৩,৯৯০ টাকা। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে ফোনে। ম্যাগনেটিক ব্ল্যাক এবং স্প্রিং হোয়াইট কলরস এবং ৫ শতাংশ ক্যাশব্যাক রয়েছে যদি HDFC এবং ICICI Bank cards ব্যবহার করেন। ৬.৩৫ ইঞ্চির FHD+ Halo FullView ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও রয়েছে ১৯.৫:৯। হেলিও P65 প্রসেসরেরে চলবে েই ফোন। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/speakers.jpg)
VingaJoy SP-6640 Maxx Sound wireless speakers ভিঙ্গাজজয় লঞ্চ করছে এই স্পিকার । যার দাম ৯৯৯ টাকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us