শীতকালে বাড়ি-বাড়ি গিজার, হিটারের মতো বৈদ্যুতিন সামগ্রীগুলির ব্যবহার ভীষণভাবে বেড়ে যায়
শীতকাল এসে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আর কয়েকদিনের মধ্যেই ঠাণ্ডার কামড় আরও বাড়বে। মোটের উপর বলা যেতে পারে জাঁকিয়ে শীত এখন সময়ের অপেক্ষা মাত্র। শীতকালে বাড়ি-বাড়ি গিজার, হিটারের মতো বৈদ্যুতিন সামগ্রীগুলির ব্যবহার ভীষণভাবে বেড়ে যায়।
শীতকালে ঠাণ্ডা জলে স্নান করাটা বেশ কঠিন
শীতকালে ঠাণ্ডা জলে স্নান করে স্কুল-অফিসে যাওয়াটা বেশ সমস্যার। এই কারণে অধিকাংশ বাড়িতে মানুষ গিজার ব্যবহার করেন। তবে গিজার ব্যবহারের সময় মনে রাখতে হবে বেশ কতগুলি বিষয়। তা না হলে যে কোন সময়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আজকের এই প্রতিবেদন জেনে নিন গিজার ব্যবহার করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন?
বেশিক্ষণ গিজার চালু রাখবেন না
গিজার চালু করার কয়েক মিনিটের মধ্যে জল গরম হয়ে যায়। অনেক সময় গিজার অন করার পরও মানুষ অনেকক্ষণ সুইচ অফ করে না। দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এরকম ক্ষেত্রে দেখা গেছে। অনেক সময় গিজার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেজন্য আপনি যখন গিজার ব্যবহার করছেন তখন গিজার যেন বেশিক্ষণ অন না থাকে সেদিকে খেয়াল রাখুন।
নামী কোম্পানির গিজার ব্যবহার করুন
কিছু টাকা বাঁচাতে মানুষ সস্তার গিজার কিনে থাকেন। এটি ভবিষ্যতে অনেক সমস্যার সৃষ্টি করে। গিজার কেনার আগে দেখে নিন যে কোম্পানির গিজার কিনছেন সেটি নিরাপত্তার মানদণ্ডের দিকে যথাযথ খেয়াল রাখছে কিনা। অনেক সময় বেনামি কোম্পানির গিজার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পাশাপাশি সেগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও অনেক বেশি থাকে। সেজন্য আপনি যখন গিজার কিনবেন তখন নামী কোম্পানির গিজার কিনুন।
সঠিক জায়গায় গিজার লাগানো খুবই জরুরি
সঠিক জায়গায় গিজার লাগানো খুবই জরুরি। কারণ গিজারের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি আপনি যখনই গিজার ব্যবহার করবেন, মনে রাখবেন গিজারে তাপমাত্রা যেন সঠিক সেট থাকে। তাপমাত্রা অত্যধিক হলে জল প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এছাড়া প্রচুর বিদ্যুৎও নষ্ট হয়। এমন পরিস্থিতিতে, সময় সময় আপনার গিজারের তাপমাত্রা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। সাধারণত গিজারের তাপমাত্রা ৪৫-৪০ ডিগ্রির মধ্যে রাখতে হবে।
সুইচ অন রেখে গিজার ব্যবহার করবেন না
গিজার ব্যবহার করার সময় খেয়াল রাখবেন গিজার যেন বেশিক্ষণ অন না থাকে। কারণ এর সুইচ বেশিক্ষণ চালু থাকলে তা গরম হয়ে ফেটে যেতে পারে। শুধু তাই নয়, অনেক সময় সুইচ অন থাকার কারণে বয়লারে চাপ পড়লে লিকেজও হতে পারে।
ব্যবহারের আগে অবশ্যই সার্ভিসিং
গিজার ব্যবহার করার আগে সার্ভিসিং করাটা বিশেষ জরুরি। সার্ভিসিং ছাড়া গিজার ব্যবহার করবেন না। এ ছাড়া শীতকালেও প্রতি ছয় মাস পরপর সার্ভিসিং করুন। এর মাধ্যমে গিজারে যে কোনো ধরনের সমস্যা আগে থেকেই শনাক্ত করা যাবে এবং যেকোনো দুর্ঘটনা এড়াতে পারবেন। এছাড়াও, গিজার সেটিংয়ের সময় একজন পেশাদারের পরামর্শ নিন। কারণ ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।