/indian-express-bangla/media/media_files/2024/12/04/y5PDUsl2EIhE7bbwPVZk.jpg)
আর শুধু ট্যাক্সি নয়... এবার ডাল লেকেও 'শিকারা' রাইড বুকিং পরিষেবা মিলবে উবারে।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/VkguryYYgQSwJ7pTTzRa.jpg)
উবার ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা চালু করেছে
উবার ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা চালু করেছে। অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা সংস্থা উবার ভারতের প্রথম এই অনন্য পরিষেবা শুরু করেছে।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/EaesR7zVxMmqL3r9sxfo.jpg)
ডাল লেকে 'শিকারা' রাইডের জন্যও উবার অ্যাপ
আপনি যদি কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ খবর। আপনি শুধু ট্যাক্সি নয়, ডাল লেকে 'শিকারা' রাইডের জন্যও উবার অ্যাপ ব্যবহার করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/jw33yxAWCZYl99eXn3Ce.jpg)
কাশ্মীর ভ্রমণের মজা এখন হতে চলেছে দ্বিগুণ
কাশ্মীর ভ্রমণের মজা এখন হতে চলেছে দ্বিগুণ। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা উবার ভারতে প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে। সহজেই ডাল লেকে শিকারা রাইড উবার অ্যাপের মাধ্যমে বুক করে উপভোগ করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/ieRv6cLPU8q8XxiQTSct.jpg)
উবারের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে শুধুমাত্র ভারতে নয়, সমগ্র এশিয়ায় এই ধরনের পরিষেবা এই প্রথম
উবারের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে শুধুমাত্র ভারতে নয়, সমগ্র এশিয়ায় এই ধরনের পরিষেবা এই প্রথম। এখন শ্রীনগরে আসা পর্যটকরা ট্যাক্সি বুক করার পাশাপাশি শিকারা রাইডও বুক করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/jph2gk7GoddEpj5BGdNW.jpg)
ভ্রমণকারীদের অনন্য অভিজ্ঞতা
উবারের শিকারা বুকিং পরিষেবা সম্পর্কে, কোম্পানির ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজিত সিং বলেছেন যে উবার শিকারা পরিষেবা আসলে ঐতিহ্য এবং প্রযুক্তির এক অনন্য মিশ্রণ। যা ভ্রমণকারীদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করতে চলেছে।
/indian-express-bangla/media/media_files/2024/12/04/fLnXLxlbar1q1resya2B.jpg)
শিকারা রাইডগুলি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একবারে এক ঘন্টার জন্য বুক করা যেতে পারে
Uber জানিয়েছে শিকারা রাইডগুলি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একবারে এক ঘন্টার জন্য বুক করা যেতে পারে। একবারে ৮ জন যাত্রী এই শিকারা রাইড উপভোগ করতে পারবেন। যেখানে Uber শিকারার রাইড ১৫ দিন থেকে ১২ ঘন্টা আগে বুক করা যাবে