New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/vivo-v9-review-image-1-1.jpg)
দিনের বেলার ছবি দিনের আলোয় ক্লোজ শট, ১৯.৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৬.৩-ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে থাকবে ১০৮০ x ১৯২০ পিক্সেলের এইচডি রেজলিউশন। স্ন্যাপড্রাগন ৬২৬ চিপসেটে চলা V9-এ আরো থাকবে ৪জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি অবধি মেমরি কার্ড লাগানোর সুবিধা। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটিতে থাকবে ৩২৬০ এম এইচের ব্যাটারিও। ভিভোর এই নতুন ফোনটি পাওয়া যাবে পার্ল ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এবং শ্যাম্পেন গোল্ড রঙে। ২ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে ফোনটি. 2160p 30fps, 1080p 30fps তোলা যাবে ভিডিও