অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ফিচার আসতে চলেছে। সদ্য আপডেট নেওয়ার পর, সেই ফিচার চলে এসেছে হোয়াটসঅ্যাপের অন্দরমহলে। এখন থেকে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে প্রয়োজন হবে ফিঙ্গারপ্রিন্টের।
কি ভাবে অ্যাক্টিভেট করবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার? হোয়াটসঅ্যাপ খোলার পর ডান দিকের কোনে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
সেটিংসে ক্লিক করুন
অ্যাকাউন্টে ক্লিক করুন
প্রাইভেসিতে ক্লিক করুন
ফিঙ্গারপ্রিন্ট লক্'এ ক্লিক করুন
অন করুন unlock with fingerprint। বাছাই করে নিন সময়- কতক্ষণ পর লক হবে আপনার হোয়াটসঅ্যাপ।