-
ছয় মাস অন্তর অন্তর রেডমি ভোল বদলে আপডেটেট ফোন নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের কাছে। অবশ্যই তা বাজেট ফ্রেন্ডলি। Redmi 7 এর উত্তরসূরি Redmi 8। দাম ৭,৯৯৯ টাকা। ৬৪ ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে রয়েছে ৪ ও ৩ জিবির র্যাম। এখন প্রশ্ন ফোনটির কী কী ফিচার ভালো? যা আপনার প্রয়োজন মেটাবে।
-
Redmi 8 এর থেকে Redmi 8A এর মধ্যে ফারাক খুব বেশি নেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসরে চলবে এই ফোন। বাজেট ফোন হিসাবে ঠিকঠাক কাজ করছে। তবে ভারী গেম খেলতে গেলে খানিক আটকে যাচ্ছে। সোশাল মিডিয়া, ব্রাউজিং, ছবি তোলা সব একসঙ্গে করলে ফোন টানতে পারছে না।
-
১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরার মানও খুব একটা ভালো নয়। ফোকাস নিতে অক্ষম।এক্সপোজার লেভেল ও নিম্নমানের।
-
Redmi 8 এ তোলা ছবি।
-
Redmi 8 এ তোলা ছবি।
-
Redmi 8A ক্যামেরা ও Redmi 8 এর ক্যামেরার তফাৎ খুব বেশি নেই। সেক্ষেত্রে কম দামে Redmi 8A যথাযথ।
তবে ব্যাটারি ক্যাপাসিটি দুর্ধর্ষ। ৫০০০ mAh । সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ঘণ্টা দুয়েকে ফুল চার্জ হয়ে যাবে। লাগাতার ব্যবহারে সঙ্গ দেবে ব্যাটারি। এখন প্রশ্ন Redmi 8 কেনা কি যথাযথ হবে? ক্যামেরা প্রেমী হলে একদমই নয়। প্রসেসর র্যাম দেখলেও নয়। কিন্তু যদি সাধারণ ব্যবহার করতে চান এবং চার্জ বেশি বহন করা আপনার জন্য উপযুক্ত হয়। তাহলে Redmi 8 সাধ্যের দামে পারফেক্ট ফোন।
