/indian-express-bangla/media/media_files/2025/10/14/wewe-2025-10-14-16-59-41.jpg)
বোতল বিক্রির পর সিনেদুনিয়ায় জাতীয় পুরস্কার প্রাপ্তি
/indian-express-bangla/media/media_files/2025/10/14/qdqwedqw-2025-10-14-17-02-27.jpg)
কন্নড় মুভির জয়
সিনেমায় অভিষেকের দশ বছরে কন্নড় অভিনেতা-পরিচালক এমন একটি দুর্দান্ত ছবি উপহার দিয়েছিলেন যা জাতীয়স্তরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। কন্নড় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক আয় করা ছবিগুলির মধ্যে ছিল সেই অ্যাকশন থ্রিলার। সেই ছবি প্রমাণ করেছিল কন্নড় ভাষায় উচ্চমানের অ্যাকশন ব্লকবাস্টার তৈরি করা সম্ভব। নান্দনিকতা ও প্রযুক্তিগত উৎকর্ষতায় ভরপুর সিনেমাও উপহার দিতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/qwdeqweqwe-2025-10-14-17-02-27.jpg)
মুখ্য ভূমিকায় খোদ পরিচালক
অবিশ্বাস্য হলেও সত্যি যে ছবিটিতে পরিচালক নিজেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর নির্দেশনা ও অভিনয় উভয়ই দর্শক ও সমালোচকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেন। যিনি একটা সময় জীবিকা নির্বাহের জন্য জলের ক্যান বিক্রি করতেন তাঁর জন্য সেই সাফল্য যেন এক স্বপ্নপূরণের এক রূপকথার গল্পের মতো।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/qwdqweqw-2025-10-14-17-02-27.jpg)
কে তিনি?
সেই ব্যক্তি নান আদার দ্যান কন্নড় পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি। ২০২২ সালে কান্তারা ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। বহু প্রতীক্ষিত প্রিক্যুয়েল কান্তারা: চ্যাপ্টার ১ মুক্তির পর হু হু করে বাড়ছে বক্স অফিস কালেকশন। মুক্তির ১২ দিনে ভারতে প্রায় ৫০০ কোটি ছুঁই ছুঁই ব্যবসা করেছে ছবিটি। ঋষভের যাত্রা মোটেই সহজ ছিল না সে কথা বলার অবকাশই রাখছে না।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/qweqwewq-2025-10-14-17-02-27.jpg)
প্রথম জীবনের লড়াই
ঋষভ শেট্টি যার জন্মগত নাম প্রশান্ত শেট্টি। তিনি চলচ্চিত্র নির্মাণে ডিপ্লোমা সম্পন্ন করেন। কাকতালীয়ভাবে সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত হন। তখন তিনি নিজের জীবিকা চালাতে ছোট্ট একটি ব্যবসা করতেন। তিনি দ্য নিউজ মিনিট-কে ২০১৯ সালের এক সাক্ষাৎকারে বলেন, 'গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি কলেজ জীবনে করা কয়েকটি ছোট ব্যবসা থেকে কিছু টাকা জমিয়েছিলাম। জগ্গেশ স্যারের একটি সাক্ষাৎকার মনে পড়ে গেল, যেখানে তিনি বলেছিলেন, কীভাবে সিনেমায় সুযোগ পেয়েছিলেন। আমি ভেবেছিলাম, আমিও সেই পথেই পা বাড়াব। আমার মিনারেল ওয়াটারের ক্যান সরবরাহ করার একটি ব্যবসা ছিল। একদিন আমাকে বেঙ্গালুরুর মল্লেশ্বরমে এক অনুষ্ঠানে জল সরবরাহ করতে বলা হয়। পরে জানলাম, সেটি ছিল একটি ফিল্ম স্কুলের উদ্বোধন। সেখানেই আমি কোর্সের সব তথ্য জেনে নিই এবং সেদিনই ভর্তি হয়ে যাই। এটা ছিল এক অদ্ভুত কাকতালীয় ঘটনা।'
/indian-express-bangla/media/media_files/2025/10/14/wqweqw-2025-10-14-17-02-27.jpg)
অভিনয় যাত্রা শুরু
২০১২ সালে তুগলক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করার পর ঋষভ কিছু ছোট চরিত্রে অভিনয় করেন। কিন্তু ২০১৪ সালে রক্ষিত শেট্টির উলিদাভরু কান্দন্থে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দেয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে থাকেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/qweqwew2eree-2025-10-14-17-04-30.jpg)
পরিচালক হিসেবে অভিষেক
পরিচালক হিসেবে তাঁর অভিষেক ঘটে ২০১৬ সালের রিকি-র মাধ্যমে। যদিও ছবিটি প্রত্যাশামূলক সাফল্য পায়নি। কিন্তু পরবর্তী ছবি কিরিক পার্টি যেখানে অভিনয় করেছিলেন রক্ষিত শেট্টি ও রাশ্মিকা মন্দানা বাণিজ্যিকভাবে সফল ছবি। সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। এই ছবিই ঋষভকে দক্ষ পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এরপর বেল বটম (২০১৯) ও গরুড় গমন বৃশভ বেহন (২০২১)-এ তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করে।