/indian-express-bangla/media/media_files/2025/09/10/cats-2025-09-10-17-55-29.jpg)
মহালয়ার ভোরে...
/indian-express-bangla/media/media_files/2025/09/10/tanishka-tiwari-as-gandheswari-2025-09-10-17-45-56.jpg)
মহালয়ার থিম
প্রত্যেকবারের মতো এবারেও জি বাংলায় অনুষ্ঠিত হবে মহলয়ার বিশেষ অনুষ্ঠান 'জাগো মা জাগো দুর্গা'। চলতি বছরে মহালয়ার থিম মা দুর্গার সংহারকারি রূপ। দর্শক সাক্ষী থাকবে মায়ের এক অঙ্গে ভিন্ন রূপের। প্রতিশোধপরায়ণ দেবীসুলভ রূপের ঝলক থাকবে সংহারকারি রূপে। যেখানে তিনি নিপীড়িত নারীকে অন্যায়ের হাত থেকে রক্ষা করেন, অজ্ঞতার অন্ধকার দূর করেন এবং দেবতাদের সুরক্ষার স্বার্থে কী কী করেছেন মহিষাসুরমর্দিনী সেগুলোই ফুটে উঠবে মা দুর্গার সংহারকারি রূপে।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/shweta-bhattacharya-as-durga-2025-09-10-17-45-56.jpg)
শ্বেতা যখন দুর্গা
মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য। টেলিভিশনের পর্দায় ভিন্ন চরিত্রে দর্শকের মন জিতে নেন। দেবী দুর্গা রূপে মহালয়ার ভোরে দর্শকের মনের কতটা গভীরে পৌঁছতে পারেনম সেটাই দেখার।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/aratrika-maity-as-kaushiki-2025-09-10-17-45-56.jpg)
চরিত্রের সমাহর
ভদ্রকালী রূপে দেখা যাবে ইশানি চট্টোপাধ্যায়কে, গান্ধেস্বরী রূপে থাকছেন তনিশকা তিওয়ারি, ত্রিপুরাসুন্দরী রূপে দিব্যানি মণ্ডল, কৌশিকী রূপে আরাত্রিকা মাইতি, জগদ্ধাত্রী রূপে অণ্বেশা হাজরা এবং কালী রূপে ধরা দেবেন মোহনা মাইতি।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/rubel-das-as-mahishasura-2025-09-10-17-45-56.jpg)
বিশেষ চমক
মহালয়ার অন্যতম বিশেষ আকর্ষণ স্টুডিওপাড়ার আরও এক অভিনেতা, রুবেল দাস। মহাবলশালী মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/idhika-2025-09-10-17-45-56.jpg)
দ্বৈত চরিত্রে ইধিকা
এবারে মহালয়ার বিশেষ আকর্ষণ 'কিশোরী' ইধিকা পাল। দ্বৈত চরিত্রে দেখা যাবে টলি অভিনেত্রীকে। একদিকে স্নেহময়ী পার্বতী তো অন্যদিকে ভয়ঙ্কর মহিষাসুরমর্দিনী রূপে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন ইধিকা।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/ranojoy-bishnu-as-lord-shiva-2025-09-10-17-45-56.jpg)
শিবের ভূমিকায় রণজয়
শিবের চরিত্রে থাকছেন রণজয় বিষ্ণু। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে রণজয়-শ্বেতা জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি শেষ হলেও শিব-দুর্গা রূপে আরও একবার দর্শকের সামনে হাজির হবেন এই প্রিয় জুটি।