/indian-express-bangla/media/media_files/2025/11/04/cats-2025-11-04-18-01-53.jpg)
ঋজু বিতর্ক উসকে...
/indian-express-bangla/media/media_files/2025/11/04/images-2025-11-04-18-04-14.jpg)
মল্লিকা বন্দ্যোপাধ্যায়
কয়েকদিন এই শাড়ি কাণ্ড নিয়ে খুব উত্তেজনা ছড়িয়েছে। হ্যাঁ, সবাইকে পাঠেয়েছে তবে হেনস্থা বা অসম্মানজনক কোনও কথা তো বলেনি। ভারতীয় নারীরা তো সত্যিই শাড়িতেই সুন্দর। লাইভে এসে সরি বলেছে। এবার বিষয়টা নিয়ে আলোচনা বন্ধ হোক। এক জিনিস অনেকদিন ধরে চলছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/images-1-2025-11-04-18-05-02.jpg)
মেখলা দাশগুপ্ত
সংগীতশিল্পী মেখলা দাশগুপ্ত হাসতে হাসতে বলেছেন, সকলের কথা শুনে যখন নিজের ইনবক্স চেক করলাম তখন দেখলাম আমাকেও এই কমেন্ট করা হয়েছে। সমস্যাটা হয়েছে প্রত্যেকে এই একই ইস্যুতে বলা শুরু করেছে। যে কাজটা করেছেন তাঁর এই ঘটনায় মনে উপর চাপ সৃষ্টি হতে পারে। প্রত্যেকেরই জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে কাজটি করেছেন তাঁরও ভবিষ্যৎ-এ সাবধান হওয়া উচিত। যাঁরা কারও মেসেজ বক্স এইরকম মেসেজ করে থাকেন তাঁরাও যেন সাবধান হয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/images-2-2025-11-04-18-05-48.jpg)
পায়েল সরকার
লাইভে ক্ষমা চেয়েছে। ব্যাস, আর তো এই বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ইস্যুতেই খাপ পঞ্চায়েত বসানো হয়। এমন অনেকে আছেন যাঁদের সঙ্গে কিছু ঘটেনি তাঁরাও মন্তব্য করেন। তাঁদের পরামর্শ কেউ শুনতে চেয়েছেন কিনা সেটাও ভাবার বিষয়।
/indian-express-bangla/media/media_files/2025/05/25/HAHfg1BG0hswkciU2Nl4.png)
রুদ্রনীল
শাড়ির প্রশংসা করেছে অন্য কিছু বলেছে কী? সুন্দর করে শাড়ি পরে চুল বেঁধে যখন কেউ রাস্তায় বেরোয় তাঁকে তো সুন্দর দেখানোর জন্যই, খারাপ লাগছে বলার জন্য তো নয়। যাঁরা লুঙ্গি পরতে ভালবাসে তাঁদের শাড়ির মেসেজে রাগ হয়েছে সেটা বুঝতে পারছি। একজন মানুষের এই বক্তব্যে গণ্ডগোল আছে কিনা সেটা আমি জানি না। তবে এটুকু বলতে পারি প্রশংসা করলেও সমস্যা না করলেও সমস্যা। একজনকে প্রশংসা করলে অপরজন রেগে যাবে। বাকিদের করলে আরও পাঁচজন রেগে যাবে। যাঁরা কাউকে প্রশংসা করার সাহসই পায় না তাঁরাও রেগে যাবে এই ভেবে যে আমি কেন করলাম না? আমার ব্যক্তিগত মত, এই ঘটনায় প্রমাণিত শাড়ি সবচেয়ে সুন্দর পোশাক। দেশের আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনও ভাল লাগা হয় তাহলে সেটা অপরাধ।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/64425b719ee24-1682070385-2025-11-04-18-08-21.jpg)
সৌরভ দাস
শাড়িতে ভাল লাগে কথাটার মধ্যে একটু ক্রিয়েটিভিটি থাকলে ভাল হয়। অনেকেই লেখে কিন্তু, ও সেলিব্রিটি বলে চর্চায় আছে। তবে যেভাবে আলোচনা হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাগ অভিমান উগরে দেওয়া যায়। নেটের খরচও এমন কিছু বেশি নয়। আগেকার দিনে যখন নেট ছিল না তখন ছাদে গিয়ে চিৎকার করত। আমি সোশ্যাল মিডিয়ায় একদম অ্যাক্টিভ নই। অন্যের থেকে আপডেট নিই। নিজের সম্পর্কে শুনলে মজা নিই।
/indian-express-bangla/media/media_files/2025/11/04/images-3-2025-11-04-18-09-55.jpg)
অনুরাধা
যেটা এখন হচ্ছে আমার হয় না সেটা খুব একটা শিক্ষিত পদক্ষেপ। দুদিনের পর তিনদিনের দিন কেউ এই বিষয়টা মনে রাখবে না। যাঁর কথা বলা হচ্ছে তিনি বাদে এমন মেসেজ আগে কেউ কখনও অভিযোগকারিনীদের করেনি? কেউ যদি বন্ধু তালিকায় না থাকে তাহলে সেই মেসেজগুলো স্প্যাম মেসেজে চলে যায়। ২০১৬-এর স্ক্রিন শট যাঁরা পোস্ট করছেন তাঁরা যদি ভাল করে দেখেন এরকম আরও মেসেজ হয়ত দেখতে পাবেন। আমি বলছি না যে ধোয়া তুলসী পাতা। তবে সকলে মিলে যেটা করছে সেটার সঙ্গে কিন্তু, ওঁর শিক্ষাগত কোনও পার্থক্য রইল না। অবশ্যই খারাপ লাগার কথা বলো, তবে ফেসবুকে যে ভাবে হচ্ছে সেটা কাম্য নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us