/indian-express-bangla/media/media_files/2025/10/25/qer2e-2025-10-25-16-18-17.jpg)
স্মৃতির সরণীতে
/indian-express-bangla/media/media_files/2025/10/25/erwerwrw3-2025-10-25-18-16-53.jpg)
ইন্দ্রধন সারাভাই
ভারতীয় টেলিভিশনের সেরা কৌতুক চরিত্রগুলির মধ্যে অন্যতম সেরা ইন্দ্রধন সারাভাই। এককালীন জনপ্রিয় কমেডি সিরিয়াল ছিল সারাভাই ভার্সেস সারাভাই। সেখানেই তাঁর কৌতুকবোধ, হাস্যরস বিপুল পরিমান খ্যাতি অর্জনে সাহায্য করেছিল। মায়া ও রোশেশের সঙ্গে তাঁর মজার সংলাপে দর্শক একেবারে হেসে খুন।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/wewerwr3-2025-10-25-18-16-53.jpg)
করশন ভাই প্যাটেল
বলিউডের সফল ছবিগুলির মধ্যে অন্যতম শাহরুখ খান প্রীতি জিন্টা ও সইফ আলি খান অভিনীত সুপারহিট মুভি কল হো না হো। এই ছবিতে ধনী গুজরাটি বাবার চরিত্রে সতীশের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। সিনেমায় তাঁর চরিত্র ভারত ছেড়েছিল কিন্তু, গুজ্জু গানে প্রয়াত অভিনেতার নৃত্য পরিবেশন আজও ভোলেনি দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/aefewrfwerwe-2025-10-25-18-16-53.jpg)
প্রফেসর রাসাই
শাহরুখ-সুস্মিতা অভিনীত আইকনিক মুভি ম্যায় হু না। এখানে প্রফেসর রাসাইয়ের অবিরাম থুথু ফেলার সেই দৃশ্য দেখে হেসে লুটোপুটি দর্শক। এই অদ্ভুত অভ্যাসের জন্য আলাদা হয়ে ওঠেন সতীশ শাহ। শুটিং সেটে সতীশের অভিনয় এতটাই কৌতুকপূর্ণ ছিল যে খোদ শাহরুখ খান হাসি থামাতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/3r2323423-2025-10-25-18-16-53.jpg)
মিউনিসিপল কমিশনার
সতীশ শাহ ভারতীয় ছবিতে আইকনিক কমিক মোমেন্টের স্রষ্টাকারী। জানে ভি দো ইয়ারো-তে মিউনিসিপল কমিশনার ডি'মেল্লো তারই উজ্জ্বল দৃষ্টান্ত। মহাভারতের সিক্যোয়েন্সে সতীশের দুরন্ত অভিনয় কাল্ট চরিত্রে পরিণত করেছিল। চরিত্রে হাস্যরস না থাকলেও সতীশের ফিজিক্যাল কমেডি সেন্স অতুলনীয়।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/qe3e23e234-2025-10-25-18-16-53.jpg)
সুরজ প্রকাশ
মুঝসে শাহি করোগে-তে প্রিয়াঙ্কা চোপড়ার কাকার চরিত্রে অভিনয় করেছিলেন সতীশ শাহ। রোম্যান্টিক কমেডিতে সুরজ প্রকাশের ভূমিকা আজও দর্শকের স্মৃতিতে একেবারে তাজা। জমজমাট হাসি-মজায় ভরপুর সতীশের অভিনয় সত্যিই যুগে যুগে সমাদৃত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us