/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-05-48.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/04/03/ADnQDdMCJv5x58LQ4ml8.jpg)
মন ফুরফুরে রাখতে...
প্যাচপ্যাচে গরমের থেকে সাময়িক মুক্তি দিয়েছে ভারী বর্ষা। আবহাওয়া একপ্রকার মনোরমই বলা চলে। আর এই সময় যদি কেউ কাজের ফাঁকে একটু সিরিজ দেখতে চান তাহলে মন হবে আরও ফুরফুরে। আজকের প্রজন্ম যে সিরিজের প্রতি আসক্ত সে কথা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নিয়ে এল এমন পাঁচটি শো যা বর্ষার মরশুমকে করে তুলবে পারফেক্ট। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-07-30.jpg)
দ্য সামার আই টার্নড প্রিটি
যাঁরা রোম্যান্স, ড্রামা, সামার ভাইব এনজয় করতে ভালবাসেন তাঁরা দেখতে পারেন এই সিরিজের অন্তিম সিজন। খুব শীঘ্রই মুক্তি পাবে নেটফ্লিক্সে।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-08-32.jpg)
মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ
জেন ওয়াইয়ের জীবনের উপর তৈরি হয়েছে এই সিরিজটি। গাড়ি দুর্ঘটনায় এক যুবতী তার পরিবারকে হারিয়ে ছোট শহরে বাড়ির অন্য অভিভাবকের সঙ্গে থাকতে শুরু করে। সেই সময় জীবনে প্রেম এলেও অনেকরকম সমস্যার সম্মুখীন হয়।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-09-24.jpg)
সারভাইভিং সামার
এটি একটি অস্ট্রেলিয়ান ড্রামা। উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। এক ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হলে তাকে অস্ট্রেলিয়ায় এক পুরনো বন্ধুর পরিবারের সঙ্গে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সেই মেয়েটির অনেক নতুন বন্ধুবান্ধব হয়। সেই ঘটনাগুলোই দেখানো হয়েছে এই সিরিজে।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-10-15.jpg)
এক্সও, কিট্টি
এই সিরিজটিও স্কুলের গণ্ডের মধ্যে ঘটা কিছু ঘটনার আবর্তেই তৈরি হয়েছে। এক ছাত্রী প্রকৃত ভালবাসার খোঁজ করতে গিয়ে চড়াই-উৎরাই পেরিয়ে জীবনের কঠিন জার্নি পার করবে।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-11-15.jpg)
আউটার ব্যাঙ্কস
এটি একটি মিস্ট্রি ড্রামা। জেন জি-র একটি গ্রুপ এক লক্ষ্যপূরণে ময়দানে নেমেছে। এক বন্ধুর বাবার লুকিয়ে রাখা ধন-সম্পত্তি খুঁজে বের করাই একমাত্র উদ্দেশ্য।
/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-18-12-09.jpg)
নেভার হ্যাভ আই এভার
এটি একটি আমেরিকান কমেডি ড্রামা। ইন্দো-আমেরিকান মেয়ের উচ্চ বিদ্যালয়ে ভালবাসা, কষ্ট, লড়াইয়ের জার্নি দেখানো হয়েছে।