/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-15-59-28.jpg)
সন্তান সুখ
/indian-express-bangla/media/media_files/2025/07/19/newborn-baby-brain-activity-research-baby-lab-uk-2025-07-19-17-40-52.jpg)
জোড়া খুশি
টিনসেলটাউনে জোড়া খুশি। স্বাধীনতাদিবসের দিন দ্বিতীয়বার বাবা হলেন টেলি অভিনেতা নকুল মেহতা। অন্যদিকে জন্মাষ্টমীর দিন ভোজপুরী গায়ক সমর সিংয়ের ঘরে এল ছোট্ট সোনা। পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন দুজনে?
/indian-express-bangla/media/media_files/2025/08/17/aaaa-2025-08-17-15-44-15.jpg)
দ্বিতীয়বার পিতৃসুখ
স্বাধীনতা দিবসের দিন দ্বিতীয়বার বাবা হলেন টেলি অভিনেতা নকুল মেহতা। বেশ কয়েকটি ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন অভিনেতা। পুত্রের পর এবার ঘর আলো করে এল কন্যা সন্তান। সুফীর কোলে রুমি লিখে সদ্যোজাতর ছবি শেয়ার করেছেন নকুল।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/cccc-2025-08-17-15-44-15.jpg)
আনন্দ উদযাপন
লক্ষ্মীর আগমনে পরিবারে খুশির আমেজ। জীবনের বৃত্ত স্বার্থক হল নকুলের। ছোট্ট সোনার উদ্দেশ্যে লিখেছেন, 'তোমার কাজ ভালোবাসাকে খুঁজে বের করা নয় বরং মনের ভিতরে ভালোবাসার বিরুদ্ধে যে সব দেওয়াল বা বাধা তুমি তৈরি করেছো সেগুলোকে চিহ্নিত করে নিজেকে চিনতে শেখা।'
/indian-express-bangla/media/media_files/2025/08/17/sdfweffee-2025-08-17-15-44-15.jpg)
অপারেশন থিয়েটার থেকে
সদ্যোজাত ভূমিষ্ট হতেই চোখে-মুকে তৃপ্তির হাসি দম্পতির। অপারেশন থিয়েটারেই সেলফিতে মজলেন নকুল ও তাঁর স্ত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/sdfwedwedrw-2025-08-17-15-44-15.jpg)
জন্মাষ্টমীতে গোপালের আগমন
ভোজপুরী গায়ক সময় সিং-এর ঘরে এল পুত্র সন্তান। জন্মাষ্টমীর দিনই ঘরে এসেছে ছোট্ট গোপাল। বাবা হওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/daqwdqwdq-2025-08-17-15-44-15.jpg)
বিতর্কে মোড়া অতীত
২০২৩-এ ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের রহস্য মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল 'প্রেমিক' সমর সিংয়ের। বারাণসীর একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের নিথর দেহ। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার ও ভক্তরা অভিযোগের আঙুল তুলেছিল আকাঙ্খার প্রেমিক সমর সিংয়ের দিকে। মেয়ের মৃত্যুতে আকাঙ্খার মা-ও কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন সমরকে।