/indian-express-bangla/media/media_files/2025/10/23/cats-2025-10-23-16-48-22.jpg)
অদেখা ফটো
/indian-express-bangla/media/media_files/2025/10/23/rrr-2-2025-10-23-16-54-20.jpg)
পরিনীতার জন্মদিনে
পুত্র সন্তানের জন্মের দুই দিন পরই স্ত্রী পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান বেটারহাফ রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে এক হৃদয়স্পর্শী পোস্টে পরিণীতির উদ্দেশে লেখেন 'শহরের সেরা মা'।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/rrr-3-2025-10-23-16-51-21.jpg)
প্রেগন্যান্সি ফটোশুটের মুহূর্ত
পরিণীতির মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কয়েকটি অদেখা সুন্দর ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, পরিনীতির বেবি বাম্পে চুমু খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে আবার বেবি বাম্পে কান রেখে মনোযোগ দিয়ে হৃদস্পন্দন শুনছেন। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, রাঘব পরিনীতি দুজনেই রোমান্টিক ভঙ্গিতে পোজ দিচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/rrr-4-2025-10-23-16-51-21.jpg)
প্রিয়তমার জন্য
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'শহরের নতুন এবং সেরা মাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। প্রেমিকা থেকে স্ত্রী আর এখন আমাদের ছোট্ট ছেলের মা হওয়ার এই অসাধারণ যাত্রা। এটা সত্যিই অবিশ্বাস্য!'
/indian-express-bangla/media/media_files/2025/10/23/rrr-5-2025-10-23-16-51-21.jpg)
রাঘব-পরিনীতির নতুন জার্নি
ইনস্টাগ্রাম পোস্টে পরিনীতি ও রাঘব তাঁদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বাবা-মা হওয়ার খবরটি ভাগ করে নেন। তাঁরা লেখেন, 'অবশেষে সে এল, আমাদের পুত্রসন্তান। আমরা যেন সত্যিই মনে করতে পারছি না আগের মুহূর্তে আমাদের জীবনটা কেমন ছিল! দুই হাতে ওকে আগলে নিয়েছি, আজ আমাদের হৃদয় পরিপূর্ণ। এতদিন শুধু আমরা দু’জন পরস্পরের সঙ্গী ছিলাম এখন আমরা পরিপূর্ণ। পরিণীতি ও রাঘব।'
/indian-express-bangla/media/media_files/2025/10/23/rrr-6-2025-10-23-16-51-21.jpg)
ভূত চতুদর্শীতে থেকেই গুঞ্জন
দীপাবলির আগের দিন অর্থাৎ ভূত চতুদর্শী থেকেই কানাঘুষো মুম্বই ছেড়ে দিল্লি উড়ে গিয়েছেন রাঘব-পরিনীতি। সেখানেই প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। পিঙ্কভিলার খবর অনুযায়ী, দিল্লির হাসপাতালে ঢুকেছেন স্বস্ত্রীক রাঘব চড্ডা। এরপরই গুঞ্জন আরও জোড়াল হয়েছে যে দীপাবলির আগেই হয়ত কোলে আসবে ফুটফুটে সন্তান। দুপুর গড়িয়ে বিকেল হতেই চর্চায় সিলমোহর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us