/indian-express-bangla/media/media_files/2025/02/09/2If4d46lysKeSvrMrdhT.jpg)
চর্চা উসকে...
/indian-express-bangla/media/media_files/2025/09/18/adwed-2025-09-18-16-56-59.jpg)
প্রেগন্যান্সি জল্পনা উসকে
শাহরুখ পুত্র আরিয়ান খানের শো 'The Ba**ds of Bollywood*'–এর গ্র্যান্ড প্রিমিয়ারে বেটারহাফ ক্যাটরিনা কইফকে ছাড়াই এসেছিলেন ভিকি কৌশল। কালো রঙের পোশাকের সঙ্গে জেল দেওয়া চুল, গোঁফ আর বুটে সুপারকুল পর্দার ছত্রপতি সম্ভাজি মহারাজ। ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনের মাঝে তাঁর সিঙ্গল উপস্থিতি প্রেগন্যান্সি জল্পনাকে আরও একটু উসকে দিয়েছে সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/02/07/B2CleGY1fa0CnpO2v5kW.jpg)
দেদার ফটোশুট
তারকাখচিত শাহরুখ পুত্রের 'The Ba**ds of Bollywood*'–এর গ্র্যান্ড প্রিমিয়ারে ভিকি উপস্থিত হতেই হাজার ক্যামেরার ফ্ল্যাশলাইট তাঁর দিকে। পাপারাজ্জিরা মজা করে ভিকি 'ছাবা' বলে সম্বোধন করেন। ২০২৫-এর অন্যতমং ব্লকবাস্টার মুভি ভিকি অভিনীত 'ছাবা'। তাই প্যাপেরাও আজকাল অভিনেতার নামের সঙ্গে 'ছাবা' জুড়ে দিচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-16-56-59.jpg)
মা হচ্ছেন ক্যাটরিনা?
ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরেই দুই থেকে তিন হওয়ার প্রবল সম্ভবনা বলিউডের এই পাওয়ার কাপলের। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো ক্যাটরিনা কইফ নাকি অন্তঃসত্ত্বা। চলতি বছরের শেষেই ভূমিষ্ঠ হবে ভি-ক্যাটের প্রথম সন্তান। লেটেস্ট গুঞ্জনেও সিলমোহর দেননি তারকা দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/dfwe-2025-09-18-16-56-59.jpg)
দীপিকার পথেই ক্যাট?
এনডিটিভি সূত্রে খবর, সন্তানের জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন। নিজের হাতে ছোট্ট সোনার যাবতীয় দায়িত্ব পালন করার বাসনা ভিকি ঘরনির।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/qwdqweqw-2025-09-18-16-56-59.jpg)
ভি-ক্যাটের নতুন অধ্যায় নিয়ে চর্চা
সেলিব্রিটি কাপলের ছবিতে সদ্যোজাতর পায়ের ছাপের সঙ্গে লেখা, '২০২৫-এ আমাদের পরিবার দুই থেকে তিন হচ্ছে।' ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট শেয়ারও হতেই চর্চা তুঙ্গে। ভিকি-ক্যাটের জীবনে নতুন অতিথি আসার খবরে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া।