-
ভারী বর্ষণের অপেক্ষায় অস্ট্রেলিয়া। গনগনে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে জঙ্গল। বেঘোরে প্রাণ যাচ্ছে পশু পাখিদের। সম্প্রতি অস্ট্রেলিয়ার দাবানলের একের পর এক ছবি ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম
-
অস্ট্রলিয়ার জঙ্গলের ভয়াবহ অবস্থা দেখে শিউড়ে উঠছে নেট নাগরিকরা। ছবি: ইনস্টাগ্রাম
-
হেলিকপ্টার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। ছবি: ইনস্টাগ্রাম
দাউদাউ জ্বলছে চারদিক। কোটি কোটি জীবজন্তুর আর্তনাদ আগুনের লেলিহান শিখার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম -
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে কোয়ালা, ক্যাঙারু। পুড়ছে কাঠবিড়ালি সহ একাধিক পশু পাখি। তৃষ্ণায় কষ্ট পাচ্ছে জীব জন্তু। ছবি: ইনস্টাগ্রাম
-
আগুন লাগার পর সম্ভবত ক্যাঙারুটি পালানোর চেষ্টা করছিল। কিন্তু ওই কাঁটা তারের বেড়া টপকাতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে সেখানেই মারা যায় সে। ক্যাঙারুটির আধপোড়া দেহ ঝুলে রয়েছে সেই কাঁটা তারেই। ভাইরাল ছবি: ইনস্টাগ্রাম
-
আধপোড়া কোয়ালোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি-ইনস্টাগ্রাম
-
পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে দেহ। চোখ মুখে ভয়ের ছাপ। ক্ষত অংশ ওষুধ লাগিয়ে চিকিৎসাধীন করা হয়েছে একাধিক কোয়ালো ও ক্যাঙ্গারুকে। ছবি: ইনস্টাগ্রাম
-
ছবি: ইনস্টাগ্রাম
-
ছবি: ফেসবুক
-
ছবি: ইনস্টাগ্রাম
-
দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার আকাশ এখন লাল, তাপমাত্রার পারদ ক্রমশ উদ্ধমুখী। রবিবার থেকে দাবানলের জেরে নিউ সাউথ ওয়েলসের পামবুলায় ধোঁয়াটে-লাল অস্বাভাবিক কিছু ঘুরছে সোশাল মিডিয়ায়।
-
ডেইলি মেইল অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে আগুনে। গাঢ় ধোঁয়ায় দমবন্ধ করা পরিবেশ ও আগুনে ঝলছে গেছে অগণিত পশু পাখি। প্রাণপনে জঙ্গল থেকে যাঁরা ছুটে বাইরে এসেছে তাদের বাঁচানো সম্ভব হয়েছে। ছবি: ফেসবুক
-
ছবি: ফেসবুক
-
সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, ১৪৬ দাবানলের প্রকোপ রয়েছে। যার মধ্যে ৬৫টি এখনও নেভেনি। দমকলের প্রায় ২৭০০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। ছবি: ফেসবুক
দাউ দাউ করে জ্বলছে জঙ্গল, দাবানলে দগ্ধ পশু পাখিরা
Web Title: Australia bush fires wildfires kangaroo koala wild animals burn