
এটা কোনও গল্প নয়, বরং ঘোর বাস্তব। আর এ জন্যই বোধ হয় বলে, 'ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন'। যা হোক এবার ঘটনায় আসা যাক। ছেলে-মেয়েদের বিয়ের দিন পাকা করতে যেদিন দুই পরিবার সাক্ষাৎ করল ঘটনার সূত্রপাত তখনই। পাত্রের মা এবং পাত্রীর বাবা পরস্পরকে দেখে চমকে উঠলেন এবং প্রেম এতটাই গভীর যে ছেলেমেয়েদের বিয়ের আগেই পাত্রের মা-পাত্রীর বাবা পালিয়ে গেলেন! এই খবরে চক্ষু চড়কগাছ সকলের। কিন্তু, ব্যাপারটা ঠিক কী? কীভাবে সম্ভব হল? (প্রতীকী ছবি)
জানা যাচ্ছে, সুরাটে এক বস্ত্রব্যবসায়ীর কন্যা, নভসারি এলাকার এক যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এরপর পরিবারের মত নিয়ে তাঁরা বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেন। ১৩ ফেব্রুয়ারি পাকাপাকি ভাবে ঠিক হয় বিয়ের দিনক্ষণ। (প্রতীকী ছবি)