New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/09/zTrEn9uIH6aWcChZdvhf.jpg)
Bride mother sleep with couple on first night: বিভিন্ন দেশে বিবাহ সংক্রান্ত বিভিন্ন ঐতিহ্যও রয়েছে
Bride mother sleep with couple on first night: বিভিন্ন দেশে বিবাহ সংক্রান্ত বিভিন্ন ঐতিহ্যও রয়েছে
বিশ্বজুড়ে এমন অনেক ঐতিহ্য রয়েছে যা শোনার পর বিশ্বাস করা একটু কঠিন। বিভিন্ন দেশে বিবাহ সংক্রান্ত বিভিন্ন ঐতিহ্যও রয়েছে।
আমাদের দেশে বিয়ের পর দম্পতিরা হানিমুনে যান এবং এই সময়ে শুধুমাত্র বিবাহিত দম্পতিরা সেখানে থাকেন। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে কনের মা-ও তাঁদের মেয়ের বিয়ের রাতে নবদম্পতির সঙ্গে ঘুমান।
কথাটা শুনে হয়তো একটু অবাক হবেন, কিন্তু এটা সত্যি যে বিয়ের প্রথম রাতে কনের মা-ও তাঁর জামাই ও মেয়ের সঙ্গে ঘুমান।
আসলে, আফ্রিকার এমন কিছু উপজাতীয় এলাকা রয়েছে যেখানে এই অদ্ভুত প্রথা অনুসরণ করা হয়। এখানে মেয়ের মা-ও বিয়ের রাতে নবদম্পতির সঙ্গে একই বিছানায় ঘুমান।
মেয়েটির মা না থাকলে একজন বয়স্ক মহিলাকে তাঁর সঙ্গে রাতভর ঘুমাতে পাঠানো হয়।
আসলে, বিয়ের রাতে কনের মা দম্পতিদের জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক কিছু ব্যাখ্যা করেন। তিনি তাঁদের ব্যাখ্যা করেন কীভাবে একটি নতুন জীবন শুরু করতে হবে এবং কী করতে হবে।
বিয়ের রাতে মেয়েটির মা তাঁর মেয়ে ও জামাইকে তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে টিপস দেন এবং তাঁদের জীবন কীভাবে বাঁচতে হয় তা জানান।
এর পাশাপাশি, অনেক জায়গায় কনের মা সকালবেলা সবাইকে জানান, এই দম্পতির প্রথম বাসররাত কেমন ছিল।