New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/18/3TA1FxqrknzATMseJGUk.jpg)
Seema Haider: ২৩ বছরের স্বামী শচীন মীনার কন্যাসন্তানের মা হয়েছেন ২৭ বছরের সীমা হায়দার
Seema Haider: ২৩ বছরের স্বামী শচীন মীনার কন্যাসন্তানের মা হয়েছেন ২৭ বছরের সীমা হায়দার
পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার আবারও খবরে। মঙ্গলবার ভোর ৪টায় নয়ডার কৃষ্ণা হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন ২৭ বছর বয়সী সীমা। এটি তাদের পঞ্চম সন্তান। তার প্রথম চারটি সন্তান তাঁর পাকিস্তানি স্বামী গোলাম হায়দারের সঙ্গে রয়েছে, যখন এটি তাঁর ২৩ বছর বয়সী ভারতীয় স্বামী শচীন মীনার সঙ্গে তাঁর প্রথম সন্তান।
এই খবরের মধ্যে, সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে সীমা এবং শচীনের সন্তানদের কোন দেশের নাগরিক বলা হবে - ভারত না পাকিস্তান? ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুসারে, ভারতে জন্মগ্রহণকারী যে কোনও শিশু ভারতীয় নাগরিকত্ব পায়।
ভারতীয় সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। শিশুটির বাবা-মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হলে তাঁদের সন্তান ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে। সীমার সন্তান ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে কারণ তাঁর মেয়ের বাবা অর্থাৎ শচীন একজন ভারতীয় নাগরিক। তাই এর জন্য তাঁদের কোনও অতিরিক্ত আবেদনের প্রয়োজন হবে না।
সীমা হায়দার ও গোলাম হায়দার ২০১৪ সালে বিয়ে করেন। কয়েক বছর পর, গোলাম হায়দার দুবাই চলে গেলেন, সীমা তাঁর সন্তানদের নিয়ে পাকিস্তানে থেকে যান। এদিকে, অনলাইন PUBG গেম খেলার সময়, উত্তরপ্রদেশের নয়ডার রাবুপুরার বাসিন্দা শচীন মীনার সঙ্গে সীমার বন্ধুত্ব হয়। দুজনেই ঘনিষ্ঠ হয়েছিলেন এবং ২০২৩ সালে নেপালে প্রথমবারের মতো দেখা করেছিলেন।
নেপালে মন্দিরে বিয়ে করেছেন বলে দাবি করেছেন দুজনই। এর পর সীমা পাকিস্তানে ফিরে গেলেও কয়েক মাস পর বাসে করে দুবাই হয়ে ভারত হয়ে নেপালে পৌঁছান। এখানে তিনি রবুপুরায় শচীনের সঙ্গে থাকতে শুরু করেন।
সীমা যখন তার ভারতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করছিলেন তখন পুলিশ এই তথ্য পায়। ৩ জুলাই, ২০২৩-এ দুজনকেই হরিয়ানার বল্লভগড় থেকে আটক করা হয়। এরপর সীমা ও শচীনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কয়েকদিন পর জামিন পান।
সীমা হায়দার ভারতীয় নাগরিকত্বের জন্য রাষ্ট্রপতির কাছে করুণার আবেদনও করেছেন, তবে তিনি এখনও নাগরিকত্ব পাননি। এরই মধ্যে তাঁর জীবন অবলম্বনে 'করাচি টু নয়ডা' সিনেমা নির্মাণেরও ঘোষণা দেওয়া হলেও ছবিটি এখনও তৈরি হয়নি।
সীমা হায়দারের নাগরিকত্ব নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। তবে তাঁদের নবজাতক কন্যা জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে। এখন দেখতে হবে সীমাও ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব পান কি না।