-
যমরাজের উৎপাত বেড়েছে ভারতীয় রেলে। তবে যা করছেন ভালোর জন্যই। ওভারব্রিজে না উঠে, রেল ট্র্যাক পার হওয়া গুরুতর অপরাধ। সেটি মনে করিয়ে দিচ্ছে যমরাজ
-
রেল ট্র্যাক পারাপার করা মানেই নিজের বিপদ ও ডেকে আনে যাত্রী। এবার সেই বিপদের মুখ থেকে বাঁচাতে যমরাজের দেখা পাওয়া যাচ্ছে পশ্চিম ভারতের রেল স্টেশনে।
-
ভারতীয় রেল জানিয়েছে, যমরাজের চোখ রয়েছে মানুষের দিকে। তাঁদের প্রাণ বাঁচানোর জন্য তৎপর হয়ে উঠেছেন যমরাজ।
-
যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
-
সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরে হাতে গদা নিয়ে ভয়ঙ্কর রূপে স্টেশনে ঘোরাফেরা করছেন তিনি।
-
লাইন পারাপার হতে দেখেলেই তাকে কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে ভারতীয় রেলের যমরাজ।
রেল লাইন পার হতে গেলেই, তুলে নিয়ে যাচ্ছে যমরাজ
Web Title: Yamraj stands at railway platform to keep an eye on passengers