/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/A-winter-Morning-in-the-city-of-Joy.jpg)
শীতের জন্য সারাটা বছর ঠিক যেন হাপিত্যেশ করে বসে থাকা! আর সেই শীত কিনা এসেও আসছে না জাঁকিয়ে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এখন যে শীত পড়েছে তা পাকাপাকি নয়। ডিসেম্বর মাসের শুরুতেই শীতের থাবা শহর ও শহরতলীতে বসালেও তা তেমন জোরালো ছিল না। তবে আশা করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই শীতের আমেজ ভরপুর উপভোগ করতে পারবে সকলে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ