-
মাথায় কাঁচাপাকা চুল। গাল ভর্তি সাদা দাড়ি। হাতে বেহালা। ইচ্ছে হলেই কাঁধে তুলে সুর তুলছেন একের পর এক। বেহালার সুর শুনে পথ চলতি মানুষ একবার হলেও থমকে দাঁড়াচ্ছেন। কেউ আবার বেহালার সুরের সঙ্গে গুনগুন করে গাইছেন ‘জিন্দেগি অউর কুছ ভি নেহি ব্যাস তেরি মেরি কাহানী হ্যাঁ’। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
বেহালা বাদকের নাম ভগবান মালি। সোশ্যাল মিডিয়ায় বেহালা বাজানোর ছোট একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভগবান মালি সবার কাছে পরিচিত মুখ। হিন্দি গানের পুরনো দিনের করুণ সুরে সকলের মন জয় করে নিয়েছেন এই বেহালাবাদক। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
মালদহ জেলার বালুচরে ওনার বাড়ি। বয়স ৭১ বছর। গত তিনমাস আগে নাতনির জন্মের খবর শুনেই সস্ত্রীক ছুটে এসেছিলেন কলকাতা শহরে। এরপর থেকে শুরু হয়ে যায় লকডাউন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
নিজের গ্রামে আর ফেরা হয়নি। তার স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে এখন গিরিশ পার্কের কাছে পোস্তা ব্রিজের নীচে ফুটপাথে। এরপর থেকে কলকাতার গলিতে গলিতে বেহালা বাজিয়ে বিষণ্ণ কলকাতার বুকে প্রাণ সঞ্চার করে বেড়াচ্ছিলেন তিনি। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
এই শহর যেন তাঁকে পেয়ে নতুন সুর খুঁজে পেল। ছোটবেলায় বাবা কস্তুর মালির কাছেই তার প্রথম হাতে খড়ি। বাবার সঙ্গেই ঘুরে ঘুরে কলকাতা শহরে বেহালা বাজানো শুরু করেছিলেন। এরপর আস্তে আস্তে এই শহর অলি গলি তার চেনা হয়ে গিয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
কলকাতার লাল বাজারের কাছে এক বাদ্যযন্ত্রের দোকান তাঁকে বিনা পয়সায় বেহালার তার দিয়ে সাহায্যে করে আসছে বহু বছর। কলকাতায় এই বাদ্যযন্ত্রের দোকানই তার কাছে ভীষণ প্রিয়। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
গত বছর লকডাউনের পর থেকে আর্থিক সমস্যায় দিন কাটছে। নিজের জীবন যন্ত্রণার কথা যেন এই বেহালার মধ্যে দিয়ে ফুটে ওঠে বারবার। চোখে ছানি পড়েছে, কানেও ভালো মতন শুনতে পায়না। দু’বেলা দু’মুঠো ভাত জোগাড়ের তাগিদ সবাইকে নাড়া দেয়। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
স্বস্তিকা মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুপম ইসলাম সহ আরও অনেক তারকারা খোঁজ নিয়েছেন। গত সপ্তাহে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র ভগবান মালিকে নতুন বেহালাও উপহার দিয়েছেন। ভগবান মালি জানান,’এর আগে অনেকবার কলকাতায় এসেছেন, কিন্তু এইবার রাতারাতি তার জীবন বদলে গিয়েছে। মানুষের এত ভালোবাসা পেয়ে সব কষ্ট যেন নিমেষেই হারিয়ে গিয়েছে’। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
লকডাউনে কাজ হারিয়ে অনেকে রাস্তায় এসে পড়েছে। জীবনের ছন্দ পতন হয়েছে। কিন্তু ভগবান এই রাস্তাকেই আঁকড়ে ধরে আছেন। আর এই ছন্দ পতনের সময়ে বেহালায় সুর তুলছেন, ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি…’। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
