
শ্রমিক সংগঠনগুলির ডাকা দু’দিনের দেশব্যাপী সাধারাণ ধর্মঘটে পথে নামলেন বাম কর্মীরা। ছবি- পার্থ পাল

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বন্ধের সমর্থনে মিছিল। যাদবপুরে শিয়ালদহগাী ট্রেন অবরোধের চেষ্টা চলে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় লোকাল ট্রেন অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। ডোমজুড় রোড স্টেশনে ডাউন আমতা হাওড়া লোকাল আটকানো হয়। ছবি- পার্থ পাল

গোলপার্ক, লেকটাউন, সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধের চেষ্টা করা হয়। বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন বনধ সমর্থকরা। যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন বাম কর্মীরা। নিউটাউনের কিছু জায়গায় বামেদের মিছিল চোখে পড়েছে। ছবি- শশী ঘোষ

সকালে ধর্মঘটের সমর্থনে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্বে জমায়েত হয়। স্লোগান দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষকে ধর্মঘটের কারণ বোঝানোর চেষ্টা করেন ধর্মঘটিরা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা। ছবি- শশী ঘোষ

সব মিলিয়ে সকাল বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা দু’দিনের ধর্মঘটে বাংলা ও কলকাতায় খুবই সাময়িক প্রভাব পড়েছে। ছবি- শশী ঘোষ

কেন্দ্রীয় সরকারের নানা কৃষক বিরোধী, শ্রম বিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে সোম ও মঙ্গলবার দেশ ব্যাপী ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলি। ছবি- পার্থ পাল

এদিকে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লিইজ অ্যাসসিয়েশন। তাদের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল ২০২১ এনে ব্যাঙ্কগুলোকে বেসরকারিকরণ করার পরিকল্পনা করা হচ্ছে। যার প্রতিবাদেই এই বনধকে সমর্থন জানানো হচ্ছে। এর ফলে এই দু’দিন ব্যাঙ্ক পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা।